বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । চীন ও ভারতের পর জনসংখ্যা কোথায় সবচেয়ে বেশি?
উত্তর: ফেসবুকে।
শোয়েব আক্তারের বলের চেয়েও বেশি গতিতে এর সদস্য সংখ্যা বাড়ছে! দুনিয়াতে যুদ্ধ লাগাতেও পারে এটি, আবার শান্তির বাণীও সবার কাছে পৌছাতে পারে নিশ্চিন্তে। বর্তমানে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী দেশ আমেরিকা। দেশটিতে মোট ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি ৮৭ লক্ষ ৮ হাজার ৮৪০ জন।
যা বাংলাদেশের মোট জনসংখ্যার অধিক। এশিয়ার শত কোটি জনসংখ্যার দেশ ভারত আছে তৃতীয় স্থানে ৬ কোটি ২৭ লক্ষ ২ হাজার ৩৬০ জন। তবে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ব্রাজিলকে পিছনে ফেলতে বেশি দিন লাগবে না। চীনে ফেসবুক নিষিদ্ধ না হলে তারাই এ পরিসংখ্যানে সবার উপরে থাকতেন বলেই মনে করা হয়।
এবার আসি আমাদের নিজের দেশে ফিরে, ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফেসবুক।
বাংলাদেশের নেট ব্যবহারকারীদের কাছে আসতে বেশি দিন লাগেনি। পরিসংখ্যান ওয়েবসাইট 'সোশ্যাল বোকারস.কম' এর সর্বশেষ পরসিংখ্যান অনুযায়ী বাংলাদেশে এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লক্ষ ৫০ হাজার ৩০০ জন্য। যা বিশ্বে ৪৮ তম ফেসবুক ব্যবহারকারী দেশ। বাংলাদেশের (২০১০ সালে) মত পাকিস্তান, সিরিয়া, চীন, ভিয়েতনাম ও ইরানেও ওয়েবসাইটটি সাময়িক বন্ধের (ব্লক) শিকার হয়। তবে কোন গণতান্ত্রীক সরকার একে বেঁধে রাখতে পারেনি।
ফেসবুক এখন একটি ওয়েবসাইটের চেয়েও বেশি কিছু। বন্ধু তৈরি, প্রিয়জনের সাথে সময় কাটানো, কেনাকাটা, বিজ্ঞাপন, ব্যবসা সব কিছুর নির্ভরতা ফেসবুকের উপর। বিখ্যাত জনপ্রিয় ব্যক্তিত্বের আশ্রয় এখানে। সাধারণ মানুষের সাথে দুরত্ব কমিয়ে নেয়ার বড় সুযোগ ফেসবুক পেইজ গুলো। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর ৬০.৯০% ব্যবহার করে থাকেন ফেসবুক, যা দেশের মোট জনসংখ্যার ২.১৫%।
সামাজিক ও ব্যক্তিগতভাবে অন্যায়, অত্যাচারের প্রতিবাদ করতে, প্রতিরোধ গড়ে তুলতে দু:শাসনের বিরোদ্ধে ফেসবুক এক নতুন অস্ত্র তরুন সমাজের কাছে। এর সঠিক ব্যবহার গড়ে তুলতে পারে শান্তিময় ও সুস্থ রাজনৈতিক বিপ্লব দেশে। দেশের ফেসবুক ব্যবহারকারীদের বিশাল অংশ তরুন যাদের বয়স ১৮-২৪ বছর। ৭৮% পুরুষ ও ২৪% নারী ফেসবুক ব্যবহার করছেন। তবে এটি আগেও বড় প্রশ্ন ছিল, এখনও আছে।
তা হল, ফেসবুকে ভূয়া একাউন্টের সংখ্যা কত গুলো?
আধুনিক যুগের মানুষের কাছে বৈশ্বায়ন ও বিশ্বকে হাতের মুঠোতে নিয়ে আসার জন্য ফেসবুকের চেয়ে ভাল কিছু নেই। একটি স্ট্যাটাস, ছবি, ভিডিও পরিবর্তন করে দিতে অনেক কিছু। বিপ্লব ডেকে আনতে পারে অন্যায়ের বিরুদ্ধে। আরব বসন্ত সোশ্যাল মিডিয়ার দান বললেও বেশি বলা হবে না! ফেসবুক, টুইটার ও ইউটিউব যতেষ্ট বিশ্বে নতুন কিছু আবিস্কারের পদযাত্রায়। জীবনটা ফেসবুকময়।
আপনার সাফল্য অন্যের কাছে পৌছে যাবে সহজে, বিপদে হাত বাড়িয়ে দিবে বন্ধুরা নির্স্বাথভাবে, হাতে হাত ধরে চলতে পারবেন নতুন স্বপ্ন ও কল্পনার বাস্তবায়নে। সুখ, শান্তি ও সাফল্যে ব্যক্তি ও দেশের জন্য বড় নিয়ামক এই সোশ্যাল মিডিয়া অপব্যবহার নয়, ব্যবহার করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।