প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠান এক্সপেরিয়ানের করা গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বাকি জনসাধারণের চেয়ে এ রকম মায়েরা গড়ে দ্বিগুণ কমেন্ট পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এক্সপেরিয়ান বিপণন সেবার মুখপাত্র সুজান ব্ল্যাকবার্ন জানিয়েছেন, তারা বিশ্লেষণে পেয়েছেন ফেইসবুকেই এ রকম মায়েদের উপস্থিতি সবচেয়ে বেশি।
সিমন্স ন্যাশনাল কনজিউমার গবেষণার জরিপের ফলাফল থেকে এক্সপেরিয়ান তাদের গবেষণার জন্য তথ্য সংগ্রহ করেছে। ওই জরিপে প্রাপ্তবয়স্ক ২৫ হাজার আমেরিকান নাগরিকের অনলাইন এবং অফলাইন অভ্যাস পরীক্ষা করা হয়েছিল। সিমন্সের পাশাপাশি ওয়েবট্রাফিক পরিমাপকারী প্রতিষ্ঠান হিটওয়াইস এবং অন্যান্য গবেষণা প্রতিবেদন থেকেও তথ্য সংগ্রহ করেছে এক্সপেরিয়ান।
এক্সপেরিয়ানের মুখপাত্র ব্ল্যাকবার্ন আরও জানিয়েছেন, এ রকম মায়েদের অধিকাংশের বয়সই ২৫ থেকে ৩৪-এর মধ্যে। যা গড় করলে দাঁড়ায় ৩২.৫ বছরে। গবেষণায় আরও জানা গেছে এ রকম মায়েদের সন্তানের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সামাজিক মাধ্যমে সক্রিয়তা কমতে শুরু করে।
মায়েরা সাধারণত মোবাইল বা ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন। তবে এক্সপেরিয়ানের মুখপাত্র ব্ল্যাকবার্ন জানিয়েছেন, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আইপ্যাড।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।