আমাদের কথা খুঁজে নিন

   

এ ব্যাথা প্রাণে নাহি শয়

বললে মনটা হালকা হয়না, কিংবা গুছিয়ে বলতে পারিনা ...তাই লিখি

তুমি কি জানো আজও আমি ভাবি রাতের শেষে আমার সব প্রান্থনা গুলো হয়ত সত্যি হয়ে আসবে। আলো এসে আমাকে জাগিয়ে তুলবে সেই আশায় ক্লান্ত চোখ দুটি মেলে রেখেছি... আমার পরাজয়ের কথাগুলো তোমার দু চোখেই আমি দেখতে পাই... তবু কেন আমার অস্তিত্তের মাঝে আমি শুধু তোমাকেই খুজে পাই। এই শহরের জনস্রোতে আজও তোমাকেই খুজে বেরাই। অন্ধ ঘৃণার কালো চাদর দিয়ে নিজেকে আড়াল করে রাখি। সবসময় কাঁপতে থাকা হাত দিয়ে অসীম সুখের আশায় মগ্ন থাকি... তবু কেন আমার চোখের আয়নায় তুমি সবসময়ই অন্ধকার...!! আমার এই অসুস্থ মনে সেই তিক্ত সৃতিগুলো বার বার দাগ দিয়ে যায়। আমার হৃদয়ে সেই ফেলে আসা স্বপ্নগুলোর আর্তচিৎকার শুনতে পাই বার বার... সব শেষে সকল অপ্রাপ্তির মাঝেও নিজের সব সপ্নকে পূর্ণ করে নেই। অস্থিরতায় ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত আমি থামতে বাদ্ধ হলাম... এখন শুধু খালি হাত দুটি তুলে রেখেছি আর ভাবছি- তুমি হয়ত আসবে আমার মৃত্যু শেষে... আমার জীর্ণ শরীর আজ তোমার মনের ঘরে ক্ষয়ে গেছে... তবু কেন যেন আমার চোখে আজও শুধু তোমার স্বপ্ন গুলোই বেচে আছে... আর পারছি না। ক্ষমা করে দিও আমাকে...!! তোমাকে সত্যি অনেক বেশি ভালবাসি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।