আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে ব্লকবাস্টার

দেউলিয়া আইনে মামলার নিষ্পত্তিতে ব্লকবাস্টার কিনে নেয় অনলাইনে বিনোদন কোম্পানি ডিশ নেটওয়ার্ক। অনলাইনে নতুন রিলিজ হওয়া মুভি, ভিডিও গেইম সহজলভ্য হওয়ায় ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছে ব্লকবাস্টার। প্রতিষ্ঠানটির মালিকানা নেওয়ার পর ডিশ নেটওয়ার্ক জানিয়েছে, তারা ব্লকবাস্টার চেইনশপগুলো তুলে নেবে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকেও তিনশ’ স্টোর বন্ধ হয়ে যাচ্ছে ২০১৪ সালের আগেই।
২০০৪ সাল নাগাদ বিশ্বজুড়ে নয় হাজার চেইন স্টোর ছিল ব্লকবাস্টারের।

২০১০ সালে দেউলিয়া মামলায় জড়িয়ে পড়ে ওই কোম্পানি।
২০১১ সালে নিলামে ব্লকবাস্টার কিনে নেয় ডিশ নেটওয়ার্ক। এরপর থেকে বিভিন্ন দেশ থেকে রিটেইল স্টোরের সংখ্যা কমানো শুরু হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ পি ক্লেটন জানান, ভোক্তাদের চাহিদা এখন ডিজিটাল ভিডিও এন্টারটেইনমেন্টের দিকে। ব্লকবাস্টার চেইন শপ বন্ধ হয়ে গেলেও এর ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে সেবা সম্প্রসারণ করা হবে।

তখন দোকান থেকে আর মুভি বা গেইম ভাড়া করতে হবে না। ওয়েবসাইটের মাধ্যমে নেটফ্লিক্সের মতো মুভি ও গেইম ভাড়া দেবে ব্লকবাস্টার।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.