আমাদের কথা খুঁজে নিন

   

আপেক্ষিক ভালবাসা

নূর রবি

পার্কের বেঞ্চে হেলান দিয়ে বসে, এক ঠোঙা বাদাম আমি একাই খেতে পারি। এক ঠোঙা বাদাম আর একটুখানি ঝাল। কারো জন্য অপলক দৃষ্টিতে পথের দিকে চেয়ে থাকতে হয় না...... বারবার ঘড়িও দেখি না। প্রতিদিনই সূর্যটা উঠে, প্রতি দিনই ! এক আকাশ মাথায় নিয়ে সারা শহর একাই হাঁটতে পারি, কারো পায়ের সাথে তাল মেলাতে হয় না কারো কথা ভেবে চোখের কোনে জল আসে না। কারো জন্য অপেক্ষাও করি না। চায়ের দোকানে ক্লান্ত মুখে বসে থাকা লোকজন দেখি, এক কাপ চা আমি একাই শেষ করি, কেউ পিরিচে নিয়ে খায় না, কেউ আমার জন্য চুলে ফুল রাখে না। হেটে হেটে ক্লান্ত হলে ২০০ মিলি কোকের বোতলে একটা স্ট্র দিয়ে একাই শেষ করি, আরেকটা স্ট্র কেউ দেয় না। জানালা খুলে বাইরে আকাশ দেখা আমাকে মানায় না... আমি হাটব আর মেঘ উড়বে...... এক ঠোঙা বাদাম আমি একাই শেষ করি ! তুমি নেই, এক ঠোঙা বাদাম , পথের ধুলা, ঐ বিশাল আকাশ, এক কাপ চা, এক বোতল কোক , এগুলোই তুমি......।। এগুলোই আমার ভালোবাসা !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.