বাঙালি পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয় উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'। এই রোমান্টিক উপন্যাস অবলম্বনে ইতোমধ্যে অনেক নাটক নির্মিত হয়েছে। কলকাতার সদ্য প্রয়াত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ নির্মাণ করেছেন চমৎকার একটি ছবি। ছবিটি ভারত সরকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়। এতে বিনোদিনী চরিত্রটি রূপায়ন করেছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়।
এবার আমাদের দেশে 'চোখের বালি' উপন্যাস নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক। আর উপন্যাসের জনপ্রিয় চরিত্র 'বিনোদিনী' রূপে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন নওশীন। ঢাকার রোজ গার্ডেনে চার দিন শুটিংও করেছেন তিনি।
নওশীন বলেন, নিঃসন্দেহে 'বিনোদিনী' রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট অমর একটি চরিত্র। প্রস্তাব পাওয়া মাত্রই আমি রাজি হয়েছি।
এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা আমার অনেক দিনের। মোবারক দুর্বারের চিত্রনাট্যে ধারাবাহিকটি পরিচালনা করছেন পঙ্কজ ঘোষ। পরিচালক জানান, ২৬ পর্বে শেষ হবে ধারাবাহিক 'চোখের বালি'। প্রচার হবে একুশে টেলিভিশনে।
নাটকে 'মহেন্দ্র' চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।