তালেবান শীর্ষনেতা হাকিমুল্লাহ মেহসুদের ওপর ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন তেহরিক-এ-ইনসাফ নেতা ইমরান খান। তাঁর অভিযোগ, তালেবানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে দিতেই পরিকল্পিতভাবে হাকিমুল্লাহ মেহসুদকে খুন করেছে ওবামা সরকার।
তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের ওপর ড্রোন হামলার জন্য আগেই মার্কিন সরকারকে কাঠগড়ায় তুলেছিল ইসলামাবাদ। এবার সরকারের সুরেই গলা মেলালেন ইমরান খান। তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমোর দাবি, তালিবানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে দিতেই চলতি মাসের এক তারিখ হাকিমুল্লার ওপর ড্রোন হামলা চালিয়েছে ওবামা সরকার।
পাক ক্রিকেটার ও রাজনীতিবিদ প্রশ্ন তুলেছেন হামলার সময় নিয়েও।
হাকিমুল্লার পর তালিবান প্রধানের দায়িত্ব নিয়েছেন মোল্লা ফজলুল্লাহ। অত্যন্ত কট্টরপন্থী বলে পরিচিত এই নেতা দায়িত্ব নেওয়ার পরই পাক সরকারের সঙ্গে কোনওরকম আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। উল্টো, তাঁর হঁশিয়ারি হাকিমুল্লাহ মেহসুদের ওপর হামলার চরম প্রতিশোধ নেবে তালেবান।
এদিকে, তালেবান নেতার হুমকি পর নতুন করে অনিশ্চয়তার পরিবেশ পাকিস্তান জুড়ে।
মোল্লা ফজলুল্লার উত্থান পাকিস্তানের পক্ষে যথেষ্ট অস্বস্তির কারণ হবে বলে মত বিশ্লেষকদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।