আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তব থেকেই অভিনয়ে অনুপ্রেরণা খোঁজেন জুহি

সাম্প্রতিক ‘গুলাব গ্যাং’ ছবিতে নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করছেন জুহি চাওলা। ছবির কাহিনি রাজনীতিবিদদের জীবন নিয়ে। আর সে কারণে ছবির চরিত্রটি ফুটিয়ে তুলতে জুহি বেশ কয়েকজন নারী রাজনীতিবিদকে গভীরভাবে অনুসরণের চেষ্টা করেছেন। তাঁরা হচ্ছেন সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও সুষমা স্বরাজ। জুহির বরাতে এমনটাই জানিয়েছে পিটিআই।


চলচ্চিত্রের সাধারণ একটি চরিত্র ফুটিয়ে তুলতেও অভিনয়শিল্পীদের অনেক পরিশ্রম করতে হয়। আর যদি হয় নেতিবাচক চরিত্র, তাহলে তো কথাই নেই। এর জন্য পরিশ্রম বেড়ে যায় অনেক গুণ। নতুন ছবি ‘গুলাব গ্যাং’-এর শুটিং করতে গিয়ে তেমন পরিশ্রমই করতে হয়েছে জুহি চাওলাকে।
জুহি জানিয়েছেন, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও সুষমা স্বরাজ—এই তিন রাজনীতিবিদ তাঁকে নানাভাবে অনুপ্রাণিত করেছেন।

তাঁদের বহুমাত্রিক জীবনের বিবিধ আচরণের নানা খুঁটিনাটি বিষয় চরিত্র চিত্রণের ক্ষেত্রে তাঁকে অনেক বেশি সহযোগিতা করেছে।
জুহি চাওলা আরও জানান, ‘গুলাব গ্যাং’ ছবিতে রাজনীতিবিদের চরিত্রটি দক্ষভাবে ফুটিয়ে তোলাটা ছিল বেশ কষ্টসাধ্য একটি বিষয়, যা তাঁর বাস্তবের চরিত্রের একেবারে ভিন্নরূপ।
‘গুলাব গ্যাং’-এর শুটিং সম্প্রতি শেষ হলেও ঠিক কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে, সে বিষয়ে কিছুই জানা যায়নি। সমাজের নানা প্রতিকূলতা ও অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধের বিষয়টি ‘গুলাব গ্যাং’ ছবিতে তুলে ধরা হয়েছে।
জুহি ছাড়াও ‘গুলাব গ্যাং’ ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত।

ছবিটি পরিচালনা করছেন নবাগত সৌমিক সেন। আর প্রযোজক হিসেবে আছেন অনুভব সিনহা।
উল্লেখ্য, এর আগে জুহি চাওলা অর্জুন পণ্ডিত নামের একটি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।