বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে অতিসত্ত্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাহার করা না হলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় অবরোধের মাধ্যমে উত্তরাঞ্চল থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দিয়েছেন চেয়ারপারসনের উপদষ্টো ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ সকালে সিরাজগঞ্জের হোসেনপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রেস বিফ্রিংকালে টুকু এ ঘোষনা দেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও জয়পুরহাট জেলার দলের দায়িত্বপ্রাপ্ত নেতা।
এ সময় তিনি আরো বলেন, খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে তাঁকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর মাধ্যমে সরকারের নিষ্ঠুর স্বৈরাচারী চরিত্রই ফুটে উঠেছে। বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতারের মাধ্যমে সরকার নিজেই আলোচনা বা সংলাপের পথ রুদ্ধ করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন জনগনের দাবী। জনগন এ দাবী বাস্তবায়ন করেই ঘরে ফিরবে। এ সময় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।