আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভাবনা - ১ ( সাংবাদিকতা বা ফ্যার আলা দাঁড়িপাল্লা )

রাজপথে রাজা, আর ফুটপাথে আমি; যাব ঠিক একই খানে, জানি আমি জানি।

কোন সমাজের সংবাদ মাধ্যম যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারে, তাহলে সেই সমাজে দুনীতি বা অব্যবস্থাপনা থাকাটা প্রায় অসম্ভব। তবে সত্য এটাই যে, আমাদের দেশের অধিকাংশ সাংবাদিক বা সংবাদ মাধ্যম গুলো বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে, সমাজের জন্য ক্ষতিকর কাজগুলোকে রক্ষা করার জন্যই বেশি কাজ করে। তাইতো সংবাদ কর্মীদের গাড়ী মাদক থেকে শুরু করে বিভিন্ন প্রকারের অবৈধ জিনিস পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে, আবার সাংবাদিকেরাও বিভিন্ন সন্ত্রাসী ও দুর্নীতিবাজ পেশাজীবীদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নিয়ে তাদের অপকর্মগুলোকে কলম চাপা দেবার ব্যবস্থা করছেন। নতুন সংবাদ মাধ্যমগুলোর অধিকাংশেরই মালিক হয় কোন সন্ত্রাসী, নয়ত কোন দুর্নীতিবাজ পেশাজীবী । ফলাফল হিসাবে মাত্র কিছুদিন আগেও যে সংবাদকর্মীর পেশাটা সাধারণের কাছে অনেক বেশি সম্মান জনক একটা পেষা ছিল, আজ দিক হারানো সাংবাদিক নাম ধারী চাঁদাবাজদের জন্য সেই পেষাটায় সব চাইতে ঘৃণিত পেষা হিসাবে বিবেচিত হচ্ছে। বর্তমানে অধিকাংশ সংবাদ মাধ্যমের আয়ের প্রধান এবং কোন কোনটার জন্য একমাত্র উৎস প্রত্যক্ষ বা পরোক্ষ চাঁদাবাজি। আর সংবাদ মাধ্যমগুলো যে সকল ব্যক্তি বা সংগঠনের সুবিধা নিয়ে টিকে থাকে, তাদের পক্ষে কখনই তাদের বিপক্ষে যায় এমন কিছু করা সম্ভব হয় না। কাজেই ফার আলা দাঁড়িপাল্লা দিয়ে যেমন ওজন সঠিক ভাবে মাপা সম্ভব না, তেমনি এই জাতীয় সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকে নিরপেক্ষ বা বস্তুনিষ্ঠ সংবাদও আশা করা যায় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।