আমরা বেশ কিছু বিএনপি নেতাদের আটক করেছি। সামনের সপ্তাহের হরতালে বোমা হামলা ও অগ্নিসংযোগ সংগঠিত করার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলেই তাদের গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়।
জয় তার ফেইসবুকে দেয়া স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ রয়েছে যে, এরা প্রত্যেকেই বোমা হামলা পরিকল্পনা করছিলো এবং ককটেল ও বোমা ক্রয়ে অর্থের যোগান দিয়েছে। এটা সন্ত্রাসবাদ।
জনমানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা দেয়ার খাতিরে হামলার আগেই সন্ত্রাসীদের থামাতে হবে। সেটাই আমরা করে দেখিয়েছি।
জয় বলেন, ইতিমধ্যে তার ফলও দেখতে পাচ্ছেন। আজকের ঢাকায় হরতালের প্রথম দিনে আগের তুলনায় বোমা হামলা এবং অগ্নিসংযোগ অনেকটা কমে এসেছে। আমরা এই ধরনের হামলা সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হওয়ার আগ পর্যন্ত, যারা যারা এই ধরনের কোনরূপ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত তাদের গ্রেফতার অব্যাহত রাখবো।
আওয়ামী লীগই আপনাকে গত পাঁচ বছর সন্ত্রাসী হামলা থেকে নিরাপদ রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।