বৈচিত্রময় এই পৃথিবীতে রয়েছে বিচিত্র অনেক কিছু ৷ তারই অন্যতম হল ধর্ম বৈচিত্র ৷ আবহমানকাল থেকেই মানুষ পালন করে আসছে বিচিত্র ধর্ম ৷ প্রত্যেকের ধর্মই তার কাছে অনেক অনেক প্রিয় ৷কিছু ধর্মের মানুষ ধর্মের জন্য প্রাণ দিতেও সর্বদা প্রস্তুত ৷ এবং এর প্রমাণ ও তারা দিয়ে এসেছে অনেকবার ৷ প্রত্যেকের ধর্মই তার কাছে মহান ও সীমাহীন মর্যাদার অধিকারী ৷ এবং প্রত্যেকের বিশ্বাস যে তার ধর্মই একমাত্র সঠিক ৷ যদি ও ধর্মের বিশুদ্ধতা নির্ভর করে প্রমাণের উপর ৷
ইসলাম পৃথিবীর প্রসিদ্ধ এবং বহুল আলোচিত ধর্ম ৷ ইসলামের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক সব গুণাবলীর দিক দিয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী ৷ অন্যধর্মের বড় বড় পণ্ডিত ও ধর্মগুরুরা ও তাঁর শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন ৷ তাঁর জীবদ্দশায় ইসলাম ছিল একটি দিগ্বিজয়ী ধর্ম ৷ তদুপরি অন্য কোন ধর্মকে কটাক্ষ করা,ধর্মের নামে কুৎসা রটানোসহ ধর্ম অবমাননার সব কিছুই ছিল কঠিনভাবে নিষিদ্ধ ৷
এবং ইতিহাস সাক্ষী, বিধর্মীরা মুসলিম রাষ্ট্রে একজন মুসলমানের মতই নিরাপত্তা লাভ করত ৷
এটা ধ্রুব সত্য কোন ঈমানদার মুসলমান নিজের ধর্ম তো দূরের কথা,অন্য ধর্মের অবমাননা কখনোই করেনি ৷ শুনেছি কিছু অতি উৎসাহি তরুণ হিন্দু ধর্ম অবমাননার জন্য পেজ খুলেছে ৷ একজন মুসলিম হিসেবে হিন্দু ভাইদের কাছে আমি লজ্জিত ৷ তবে এটা ও সত্য এ সংখ্যা কিন্তু একেবারে কম ৷
আর একথা ও সবার জানা যে,কিছু কিছু ক্ষেত্রে ইসলামের রয়েছে বিশেষ স্বকীয়তা ৷ হাস্যকর কিংবা ঠাট্টা করার মত কোন বিষয় ইসলামে নেই ৷যদি ও অনেকে বুঝতে পারে না ৷
তারপর ও দুঃখের বিষয়, যে পৃথিবীর অন্য কোন ধর্ম তার নিজের লোকদের কাছে এত চরমভাবে অপমানিত হয়নি ইসলাম যতটা হয়েছে ৷এটা বন্ধ হওয়া উচিত ৷ কোন বিষয় বুঝে না আসলে সেটা বোঝার চেষ্টা তো করতে হবে ৷ যারা ধর্মের অবমাননা করছেন তারা একটু চিন্তা করবেন যে ধর্মের অবমাননা আপনি করছেন বাস্তবেই যদি সেটা সঠিক হয় তাহলে আপনার পরিণতি কী হবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।