আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে ট্রাক উল্টে নিহত ৪

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের বড়গোজা সেতুর কাছে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে  ট্রাকের চালক, তার সহকারী এবং দুজন ব্যবসায়ী রয়েছেন জানালেও তাদের নাম জানাতে পারেননি ওসি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্লাস্টিক ট্যাংক নিয়ে ট্রাকটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। পথে সেটি উল্টে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এতে ট্রাকের সামনে বসা চার জনের মধ্যে  তিনজনই ঘটনাস্থলে মারা যান। পরে ভোরের দিকে হাসপাতালে  আরেকজনের মৃত্যু হয় বলে ওসি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.