আমাদের কথা খুঁজে নিন

   

আমার বেচেঁ থাকা এবং পথ চলা ...



এই আমি বেচেঁ আছি সবার মতোই , কিন্তু আমার জীবন পথ চলা সবার মতো নয় ৷ পৃথীবীর রেওয়াজ বুঝি বড় নিষ্টুরতম .. মনের অভায়ারনে} সপ্নপ্রাসাদ গড়ি বড় যতন করে , আর পৃথীবীর উল্কা ঝড়ের তান্ডবলীলায় ভেঙ্গে ছুড়ে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া কোন তেপান্তরে পরিনত হয় ৷ একা অসহায় এর নীল বেদনায় ভাঙ্গাবীনা এক সময় গুমড়ে ওঠে বড্ড করুন সুরে , কেউ শুনেনা কেউ বুঝেনা, ভোক্ত ভোগীর মুখ অবয়বে ছড়িয়ে পড়ে opornoter কালোকালি ... মনের আকাশে মেঘ জমে আধাঁর কালো সমেত ৷ আর চোখের কোন বেয়ে বারিধারা Borse লোনা হয় ৷ ভালবাসার তুলির পরশে পদ্মপাতায় প্রিয় আল্পনা ভিজে যায় ৷ কারো ঔপারে চলে যাওয়া দেখলে চোখ ভিজে যায় ৷ কিছু আপন মানুষেদের কথা সবসময় মনে পড়ে ৷ এই সত}টুকু লুকিয়ে চলেছি , লুকিয়ে চলেছি হুদয়ের বাম নিলয়ে তোলপাড় সৃষ্টি করা আরেকটি প্রশ্নের কথা আমার কথা কেউ ভাবে কী ? প্রশ্নের জবাবে বরাবরেই নীরব আমি ডুবে আছি স্মৃতির অবগাহনে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।