বেচেঁ থাক আমাদের তারুণ্য
ক্যামেরাটা হতে নিয়েই রিক্সায় ফিরছিলাম লাইব্রেরীর উদ্দেশ্যে। হঠাৎ বট তলায় জটলা দেখে গভীরভাবে তাকাই। কি আর করা আমাদের যা স্বভাব তাই রিক্সা থামাতে বললাম। যেয়ে দেখি এক দল তরুন-তরুণী গলায় মেরুন রঙের আইডি কার্ড ঝুলিয়ে তদারকি করছে অনুষ্ঠান। বিষয়টা কী ? উত্তর পেতে দেরি হল না।
ব্যানার ও সামনের পথশিশুদের দেখ বুঝা গেল বস্ত্র ( গেঞ্জী ) বিতরণ। উপস্থিত ছিলেন ঢাবির প্রক্টর স্যার।
একটু ভাবলাম এই তারুণ্য নিজেদের ভবিষ্যৎ জানেনা ঠিকই কিন্তু পথের অবহেলিত শিশুদের জন্য দরদের কমতি নেই। এখনই শুরু করে দিয়েছে সমাজ গড়ার কাজে। ভাল লাগল, অন্তত তাদের দেখে কিছু তরুণ আরো আগ্রহী হয়ে উঠবে।
শুভ কামনা রইল তাদের জন্য। এগিয়ে যাক তাদের স্বপ্ন।
দেশে আজ গড়ার কারিগড়দের দারুণ অভাব। এখনকার তরুণদের বড় একটা অংশ প্রেম ছাড়া কিছুই বুঝতে চায়না। অন্তত এরা ভাল আছে।
সমাজ নিয়ে আছে। বিষয়টি ভাবতে এখনও ভাল লাগছে। কিছু ছবি দিলাম- আয়োজক Dev. Of Ddestitute child, Dhaka universit
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।