এই বেশ ভালো এই বড় ইতিহাস
কে ফুল-ফল ফলায়
কে নেয় এর নির্যাস।
এই বড় ইতিহাস এই বেশ ভালো
বাংলাদেশ হওয়ার আগে
কে ছিল লীডার, কে দেশপতি হলো।
বেশ হলো বেচেঁ থাকা এই বেশ হলো
যে অর্থের চাকা ঘুরায়
সে পুড়লো, চাপা পড়ে গেলো।
এই হলো বেচেঁ থাকা এই বেশ ভালো
আমি ব্যাংকে টাকা জমায়
বিসমিল্লাহ করে হলমার্ক নিয়ে গেলো।
এই বেশ ভালো এই হলো বেচেঁ থাকা
একটি বুলেটে শেষ হয়ে গেলো
ফেলানির জীবনের চাকা।
এই বেশ ভালো এই বেচেঁ থাকা হলো
গাড়ি, গরু, গাছের মতো
স্বজাত সনাতনধর্মী মরলো।
এই হলো বেচেঁ থাকা এই বেশ ভালো
ফুটো একচালা ভেদ করে মন্দাকিনির আলু সেদ্ধ
দ্যাখে, রবির এক রত্তি আলো।
এই বেশ ভালো এ বেচেঁ থাকা বেশ
প্রজন্ম চত্বরের দৃঢ়তার শৃঙ্খল
অটুট থাকলে, পথ হারাবে না বাংলাদেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।