গত মৌসুমের শেষ দিক থেকেই ইনজুরি বেশ ভোগাচ্ছিল লিওনেল মেসিকে। চলতি মৌসুমে এসেও তা দূর হলো না। মৌসুম শুরুর কয়েক মাসের মধ্যেই এই নিয়ে তৃতীয়বারের মতো ইনজুরিতে আক্রান্ত হলেন আর্জেন্টাইন জাদুকর। গত রবিবার রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে বার্সেলোনা ৪-১ গোলের জয় নিয়েই ন্যু ক্যাম্পে ফিরেছে। তবে এই জয়ের আনন্দের সঙ্গে বার্সা ভক্তদের মনে ছিল মেসির ইনজুরি বেদনাও।
রিয়াল বেটিসের মাঠে খেলতে নেমেছে বার্সেলোনা। পেরিয়ে গেছে ২০টি মিনিট। পরের মিনিটেই ঘটে গেল দুর্ঘটনাটা। ডান পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো লিওনেল মেসিকে। শেষ পর্যন্ত অবশ্য মেসির অভাব পূরণ করে দেন নেইমার-ফ্যাব্রিগাসরা।
৩৬ মিনিটে কাতালানদের প্রথম গোল উপহার দেন নেইমার। পরের মিনিটেই পেদ্রোর গোলে আরও এগিয়ে যায় তারা। ফ্যাব্রিগাস ৬৩ ও ৭৯ মিনিটে আরও দুটি গোল করে কেবল জয়ের ব্যবধানই বাড়িয়েছেন। এই জয়ে বার্সেলোনা লা লিগায় শীর্ষ স্থানে আরও শক্ত আসন গাড়ল। ১৩ ম্যাচে কাতালানদের অর্জন ৩৭ পয়েন্ট।
একইদিনে ১-১ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদ ড্র করেছে ভিলারিয়ালের সঙ্গে। ১৩ ম্যাচে অ্যাটলেটিকোর অর্জন ৩৪ পয়েন্ট। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
লিওনেল মেসি গত মৌসুম শেষ করার পর গ্রীষ্মের ছুটিটা মোটেও কাটাতে পারেননি। বরং বিশ্বের এখানে সেখানে দলের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন।
খেলেছেন প্রদর্শনী ম্যাচ। দীর্ঘ সময় কোনো বিশ্রাম না পাওয়াতেই মেসি ঘন ঘন ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন। ফ্যাব্রিগাস বলছেন, 'মেসির সময় নেওয়া উচিত। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠার জন্য এর কোনো বিকল্প নেই। '
সত্যিই মেসির সময়ের প্রয়োজন।
তবে এবারের ইনজুরি তাকে কতদিন মাঠের বাইরে রাখবে বলা মুশকিল। কোচ জেরার্ডো মার্টিনো অপেক্ষায় আছেন চূড়ান্ত সংবাদের জন্য। তবে মেসিহীন দল নিয়েও জয়ের ধারা ধরে রাখতে চান তিনি। এদিকে অনেকেই বলছে, মেসি খুব দ্রুত দলে ফিরে আসাতেই আবার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। কোচ বলছেন, 'আগের ইনজুরির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
আগের ইনজুরি ছিল বাম পায়ে। এবার হচ্ছে ডান পায়ে। ' মেসির এই ধারাবাহিক ইনজুরি আরও একটি সম্ভাবনাও জাগিয়ে তুলছে এবারে। আগামী ফিফা ব্যালন ডি'অরে সম্ভবত ক্রিষ্টিয়ানো রোনালদোই হতে যাচ্ছেন বিজয়ী! একদিকে ইনজুরির কারণে ঠিকমতো ফর্মটাই ফিরে পাচ্ছেন না মেসি। অন্যদিকে ক্রিষ্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের সেরা সময় পাড়ি দিচ্ছেন।
গত শনিবারেই তিনি মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক করেছেন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।