আমাদের কথা খুঁজে নিন

   

সর্বদলীয় মন্ত্রিসভা অনুগতই হবে: রিজভী

মঙ্গলবার হরতালের মধ্যে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, সরকার ‘একতরফা নির্বাচনের পথ থেকে’ সরে না এলে আসে বিরোধী দলের পরবর্তী কর্মসূচি ‘আরো’ কঠোর হবে।
“সরকার প্রথম থেকেই সংলাপের নামে ভাওতাবাজি করছে। ৯০ ভাগ জনগণের দাবি উপেক্ষা করে তারা নিজেদের অনুগতদের নিয়ে ‘সর্বদলীয়’ সরকার গঠন করছে। একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করতে এটা সরকারের নীল নকশার অংশ বলেই আমরা মনে করি। ”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে ‘সর্বাত্মক’ হরতাল চলছে বলেও তিনি দাবি করেন।


গত রোববার থেকে ৮৪ ঘণ্টার এই হরতাল শুরুর পর থেকেই নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। তার আগের দিন থেকেই কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে আছেন রিজভী।
তিনি অভিযোগ করেন, কোনো নেতা-কর্মীকে পুলিশ কার্যালয়ে প্রবেশ করতে দিচ্ছে না।
ফাইল ছবি রিজভী বলেন, “শত নির্যাতনের পরও সারাদেশের জনগণ সর্বাত্মক হরতাল করছে। গত রাতেও যশোরের অভয়নগরে ছাত্রদলের সাবেক নেতা বিপ্লবকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে।

’’
ফাইল ছবি
সরকারকে ‘একতরফা’ নির্বাচনের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “তা না হলে আমাদের পরবর্তী কর্মসূচি আরো তীব্র হবে। কি কর্মসূচি আসবে, তা এখনই আমি বলতে পারব না। এটি দলের নীতি নির্ধারকরা বসে ঠিক করবেন। তবে এটা বলতে পারি, কর্মসূচি হবে তীব্রতর। ”
সোমবার সকালে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পদত্যাগপত্র তুলে দেন।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের জানান, নির্বাচনকালীন ‘সর্বদলীয় সরকার’ গঠনের জন্য মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসাবেই এ পদত্যাগপত্র।  
অন্যদিকে বিএনপি ও তাদের শরিকরা বলে আসছে, নির্দলীয় সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। এ দাবিতে গত দুই সপ্তাহে ছয় দিন হরতাল করার পর চলতি সপ্তাহে ৮৪ ঘণ্টা হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.