আগামী জাতীয় সংসদ নির্বাচন সর্বদলীয় অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ শুক্রবার গোপালগঞ্জে যাওয়ার পথে মুন্সিগঞ্জের মাওয়ায় এক পথসভায় জয় এসব কথা বলেন।
জয় বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে। আমার বিশ্বাস, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার বিজয়ী হবে।’
আগামীতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর ছেলে বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে জঙ্গিবাদ, সন্ত্রাস ও হাওয়া ভবন ফিরে আসবে। হাওয়া ভবনের কারণেই দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে দুর্নীতিমুক্ত করেছে। দেশে একটিও বোমা ফোটেনি।’
এর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নীমতলী ও শ্রীনগরের ছনবাড়ি এলাকায় দুটি পথসভায় বক্তব্য দেন জয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।