আমাদের কথা খুঁজে নিন

   

বিকালে 'সর্বদলীয়' সরকারের শপথ

'সর্বদলীয়' সরকারের শপথ আজ সোমবার বিকালে। দশম সংসদ নির্বাচন সামনে রেখে শপথ নিতে যাচ্ছে 'সর্বদলীয় মন্ত্রিসভা'। আগামী মধ্য জানুয়ারিতে নির্বাচনের সময় তারাই ক্ষমতায় থাকবে।

নির্বাচনকালীন ছোট আকারের এই মন্ত্রিসভা গঠনের বিষয়টি রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে চূড়ান্ত হয়। সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞা।

তিনি বলেছন, 'সর্বদলীয়' সরকারের কাঠামো ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি তা স্বাগতও জানিয়েছেন। এই মন্ত্রিসভা হবে বর্তমানের চেয়ে আকারে ছোট।

এদিকে জানা যায়, যদি বিএনপি ‘সর্বদলীয়’ মন্ত্রিসভায় যোগ দেয়, তাহলে সরকার প্রধানের পদ শেখ হাসিনা জ্যেষ্ঠ কোনো নেতার হাতে ছেড়েও দিতে পারেন।

অপরদিকে রবিবার রাত সাড়ে ১১টার দিকে এক বক্তব্যে বিএনপির মুখপাত্র ফখরুল ইসলাম ‘সর্বদলীয়’ সরকারে বিএনপির যোগ দেয়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে। এই উদ্যোগকে ‘তামাশা’ বলে আখ্যায়িত করেন তিনি।

সংসদে জামায়াতে ইসলামীসহ যে আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব রয়েছে, তার অন্তত চারটিকে নিয়ে গঠিত হতে যাচ্ছে ‘সর্বদলীয়’ এই মন্ত্রিসভা।   

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.