আমাদের কথা খুঁজে নিন

   

সর্বদলীয় সরকারে বিএনপির ‘না’

তারেক রহমানের খালাস পাওয়া এবং বিএনপির জ্যেষ্ঠ নেতাদের রিমান্ড স্থগিতের পর দিনভর জনমনে রাজনৈতিক সমঝোতার আশার সঞ্চার ঘটার পর রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য আসে।
রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের বৈঠকের পর ‘সর্বদলীয়’ সরকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ফখরুল।
তার কয়েক ঘণ্টা আগেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নির্বাচনকালীন সরকার গঠনের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান,সোমবার বিকালে শপথ নেবেন ‘সর্বদলীয়’ সরকারের মন্ত্রীরা।  
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসা বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিকে পাশ কাটিয়ে জোটের শরিকদের নিয়ে সরকার আরেকটি মন্ত্রিসভা গঠনের যে উদ্যোগ নিয়েছে, এটি প্রহসন ও তামাশা।


“সরকারের এহেন হঠকারী সিদ্ধান্ত নিয়ে দেশকে কোন খাদের কিনারায় নিয়ে যাবে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন ও দেশের মানুষ শঙ্কিত। ”
‘সর্বদলীয়’ সরকারে বিএনপিকে যোগ দিতে ক্ষমতাসীন দলের পক্ষে থেকে আহ্বান জানানো হয়, তবে বিএনপি তা প্রত্যাখ্যান করে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের মন্ত্রী ঢাকার নামার পর শনিবার এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল ‘নির্বাচনকালীন’ সরকার নিয়ে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।  
এরপর ‘সর্বদলীয়’ সরকারের শপথ অনুষ্ঠানের ঘোষণার আগে দুর্নীতির একটি মামলায় বিচারিক আদালতের রায়ে খালাস পান খালেদা জিয়ার ছেলে তারেক। উচ্চ  আদালতে মওদুদ আহমদসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের রিমান্ড স্থগিতের আদেশ হয়।


সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব ‘সর্বদলীয়’ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের খবর জানানোর পর আওয়ামী লীগ,ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টির কয়েকজন নেতা শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছেন।  
শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণপত্র পেয়েছেন কি না- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আমাদের কাছে কোনো আমন্ত্রণপত্র আসেনি। ”
সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেন বিএনপির মুখপাত্র। ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে বৈঠকের আগে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাসের সঙ্গে আলোচনা করেন বিএনপি চেয়ারপারসন।
ফখরুল আবারো নির্বাচনকালীন নির্দলীয় সরকার নিয়ে সংলাপের উদ্যোগ নিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান।

তা না হলে নির্বাচনের বয়কটের হুমকিও দেন তিনি।
“সরকারকে বলব, এখনো সময় আছে, আমাদের নেতাদের মুক্তি দিয়ে ও নির্যাতন-দমন বন্ধ করে নির্দলীয় সরকারের বিষয়ে সংলাপের আন্তরিক উদ্যোগ নিন।
আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বিএনপি কোনো প্রহসনের নির্বাচন মানবে না, তাতে অংশও নেবে না। ”
‘একতরফা’ নির্বাচন হলে দেশের মানুষ তা প্রতিহত করবে, সরকারকে হুঁশিয়ারিও দেন বিএনপির মুখপাত্র।
নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফখরুলের সঙ্গে ছিলেন দলীয় নেতা জয়নাল আবেদিন, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, মারুফ কামাল খান, নিতাই রায় চৌধুরী, সেলিম রেজা হাবিব, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, শহিদুল ইসলাম বাবুল, আমীরুজ্জামান খান শিমুল প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.