আমাদের কথা খুঁজে নিন

   

খোকার বিরুদ্ধে লেগুনায় আগুন দেওয়ার মামলা

বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে হরতাল চলাকালে লেগুনায় আগুন দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

গত রোববার রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে লেগুনায় দেওয়া আগুনে ছয়জন আহত হন। অগ্নিদগ্ধ মন্টু পাল এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে।

এ ঘটনায় গতকাল সোমবার রাতে সূত্রাপুর থানায় মামলা হয়। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নয়নের দায়ের করা মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, সাংসদ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদকে আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমের কাছে মামলার সত্যতা নিশ্চিত করেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।