সবাইকে আবারও আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমি একটা ট্রিকস্ শিখবো, যার দ্বারা আপনারা সহজে আপনার কম্পিউটারের যেকোন ব্রাউজার দিয়েই রেসপনসিভ থিম চিনতে পারবেন। এখনকার বেশিরভাগ ওয়েবসাইটগুলোই তৈরী হয় রেসপনসিভ ডিজাইনে। রেসপনসিভ ওয়েব ডিজাইন হচ্ছে এমন একটি টেকনোলজি যার দ্বারা একটি সাইট স্বয়ংক্রিয়ভাবে যেকোন ডিভাইসের স্ক্রীণ অনুযায়ী প্রদর্শিত হয়৷ তো অনেকেই এইরকম ডিজাইন কেনেন বা বানিয়ে নেয়। ধরুন এখন আপনার মনে একটা প্রশ্ন জাগলো যে, আমি কীভাবে চিনবো যে এটি আসলেই রেসপনসিভ ওয়েব ডিজাইন? এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন তাও কি এর জন্য আপনাকে আলাদা-আলাদা ডিভাইসের প্রয়োজন নেই।
সাথে শুধু একটা কম্পিউটার ব্রাউজার থাকলেই চলবে।
প্রথমে আপনি যেই সাইটেরটা দেখতে চাইছেন সেই সাইটে যান। এরপরে আপনার ব্রাউজার দিয়ে জুম(Zoom) করেন। Zoom করতে কি-বোর্ড থেকে Ctrl চেপে ধরে + চাপুন। খেয়াল করেন আপনার জুমের সাথে-সাথে সাইটেরও কিছু পরিবর্তন হচ্ছে৷ অর্থাৎ আপনি যত জুম করছেন সাইটটা ওই মাপেরই হচ্ছে সাইটের নেভিগেশন মেনুগুলি সহ সম্পূর্ণ ওয়েবসাইটটাই স্মুতভাবে চেঞ্জ হচ্ছে।
এইসব হলে বুজবেন সাইটের ডিজাইনটি রেসপনসিভ।
আর তা না হলে, যদি দেখেন সাইটটা অনলি সামনের দিকে জুম হইতেছে কোন পরিবর্তন নেই তাহলেই তা নন রেসপনসিভ ওয়েব ডিজাইন। আশা করি এই পোস্টটি আপনাদের কাজে আসবে।
আমি ফেসবুকে আছি: https://www.facebook.com/hasibur.rahmanb
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।