কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবুল হাশেম বক্করকে আজ বুধবার সকালে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সকাল সোয়া নয়টার দিকে নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব-৭-এর একটি গোয়েন্দা দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৭-এর জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সকালে এনায়েত বাজারের বাড়ি থেকে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন বক্কর। এ সময় দলীয় কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সুজ্ঞান চাকমার ভাষ্য, বক্করের বিরুদ্ধে নগরে হরতাল ও বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।