আমাদের কথা খুঁজে নিন

   

ইবিতে পরীক্ষার সময়সূচি নিয়ে বিপাকে ভর্তিচ্ছুরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা বিপাকে পড়েছেন। অনির্দিষ্টকালের জন্য ভর্তি পরীক্ষা স্থগিত করা হলেও এক জাতীয় গণমাধ্যমে ভর্তি পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ভর্তিচ্ছু ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির উদাসীনতাকেই এর জন্য দায়ী করেছেন।

সূত্র জানায়, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শনিবার হতে অনুষ্ঠিত হবে বলে ভর্তি কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ, প্রশ্ন মডারেশন সম্পর্কিত জটিলতা ছাড়াও কয়েকটি কারণে পরীক্ষার কেন্দ্রীয় কমিটি গত ৯ নভেম্বর, শনিবার জরুরী সভা আহ্বান করে।

সভায় ইউনিট সমন্বয়কারী ও ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা অনির্দষ্টিকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। বিষয়টি ফলাও করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু, ভর্তি পরীক্ষাটি স্থগিত করা আগের ১৬ তারিখ হতে অনুষ্ঠিত হবে মর্মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বরাত দিয়ে আজ বুধবার একটি জাতীয় গণমাধ্যমে এসম্পর্কিত বিজ্ঞপ্তি ছাপানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তিচ্ছু, অভিভাবক ও শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিপাকে পড়েছেন। হরতাল সত্ত্বেও ক্যাম্পাস পার্শ্ববর্তী কিছু কিছু ভর্তিচ্ছু নসিমন, ভটভটিতে করে ক্যাম্পাসে আসছেন বলেও জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন বলেন, আমরা নির্ধারিত তারিখের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য লিখিতভাবে জানালেও গণমাধ্যমটি তা আউট ডেটে প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির তথ্য মতে, যথাযথ সমন্বয়ের অভাবেই স্থগিত করা সময়সূচী পত্রিকায় ছাপানো হয়েছে।

ভর্তি কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, পরীক্ষা স্থগিতের ব্যাপারে কমিটির সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি প্রকাশ না করার ব্যাপারে রেজিস্ট্রার দপ্তর হতে সংশ্লিষ্ট গণমাধ্যম অফিসে লিখিত ডকুমেন্ট পাঠানো হয়েছে। যথাযথ সমন্বয় অথবা অনাকাঙ্ক্ষিত কোন সমস্যার কারণে বিজ্ঞপ্তিটি ছাপানো হয়েছে। অবশ্য ভর্তি পরীক্ষার কোন নির্দষ্টি তারিখ তিনি জানাতে পারেননি।

তবে খুব শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.