ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির স্থগিতকৃত ভর্তি পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি হতে অনুষ্ঠিত হবে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তার সভা কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমানসহ অন্যান্যরা।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি (এ, এইচ ইউনিট), ১৯ জানুয়ারি (বি ইউনিট), ২০ জানুয়ারি (সি ইউনিট), ২১ জানুয়ারি (ডি, ই, এফ ইউনিট) এবং ২২ জানুয়ারি (জি ইউনিট)-এর ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরক্ষিার ফলাফল ২৫ জানুয়ারির মধ্যে প্রকাশিত হবে বলে জানা গেছে। এছাড়া মেধা তালিকা হতে ভর্তি ১ হতে ১০ ফেব্রুয়ারি এবং অপেক্ষমান ও বিভিন্ন কোটায় ভর্তি চলবে ১৭ হতে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ওয়েব সাইট www.iu.ac.bd.net থেকে পাওয়া যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।