নির্বাচনী তফসিল ঘোষনার আভাস পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস গেট বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন শে্লাগান দেয়।
আজ সোমবার দুপুর দুইটা হতে বিকেল তিনটা পর্যন্ত তারা তাদের কর্মসূচী পালন করে। এসময় তারা কুষ্টিয়া- খুলনা মহাসড়কের দুইটি গাড়ি ভাংচুর করে।
দুপুর দুইটায় ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আবুল খায়েরের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নির্বাচনী তফসিল ঘোষণার আভাস পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট বন্ধ করে দেয়।
এসময় ক্যাম্পাস হতে কুষ্টিয়া-ঝিনাইদহসহ বিভিন্ন রুটের গাড়ি আটকে যায়।
এদিকে ভাংচুরের আশঙ্কায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কেও গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। নেতাকর্মীরা মেইন গেট আটকিয়ে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা 'হাসিনা তুই দেখে যা রাজপথে তোর বাবারা, হইহই রইরই ছাত্রলীগ গেলি কই' সহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী শ্লোগান দেয়।
তবে এসময় ইবি ছাত্রলীগের কাউকে ক্যাম্পাসে অবস্থান করতে দেখা যায়নি।
বিক্ষোভ চলাকালীন ইবি ছাত্রদলের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গিয়ে দুটি গাড়িতে ভাংচুর চালায়। পরে ক্যাম্পাসের গাড়িতে ভাংচুরের চষ্টো চালালে নেতাকর্মীরা তাদের শান্ত করেন।
বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে ক্যাম্পাসের পরিবহন চলাচল স্বাভাবিক করে। ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন- আমাদের মৃত্যুর ভয় নেই। রাজপথে নেমেছি।
জীবন দিয়ে হলেও এই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের অবৈধ সকল কর্মসূচী ইবি ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিহত করবো। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি মুহাইমিনুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ, ইলিয়াস, মাহতাব সহ অন্যান্যরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।