এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ২০১৪ সালের এ অলিম্পিক মশালটি কাজাখস্তানে অবতরণ করেছে।
মশালটি সোমবার গ্রিনউইচ মান সময় ২টা ৫০ মিনিটে অবতরণ করে। মশাল এবং নভোচারী বহনকারী সয়ুজ ক্যাপসুল পৃথিবীতে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করে। ক্যাপসুলটি অবতরণের সাড়ে তিন ঘণ্টা পরে নভোচারীরা মশালটি হস্তান্তর করেন। মশালটি ফিরিয়ে আনার সময় ক্রু হিসেবে তিন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।
মশালটি বৃহস্পতিবার সয়ুজ ক্যাপসুলে করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিয়ে যাওয়া হয়। তবে নিরাপত্তার কারণে মশালটি স্পেস স্টেশনের ভেতর জ্বালানো হয়নি। আর স্পেস স্টেশনের বাইরে অক্সিজেনের সমস্যার কারণে মশালটি জ্বালানো সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
রাশিয়ান নভোচারী ওলেগ কোতোভ এবং সার্গেই রেয়াজেনস্কি পৃথিবী থেকে ৪২০ কিলোমিটার (২৬০ মাইল) উচ্চতায় থাকাকালীন মশাল হাতে ছবিও তুলেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।