আমাদের কথা খুঁজে নিন

   

একটা পার্টটাইম চাকরি অথবা টিউশন দরকার নিজে চলার জন্য

এটা আমার রাজত্ব ইদানিং অর্থনৈতিক অবস্থা এত খারাপ হইছে যে ঢাকায় চলা মুশকিল ই হয়ে গিয়েছে। গত ৩ বছরে গ্রাম থেকে টাকা আন্তাম্না। সেই আমি গত দুই মাস বাপের টাকায় চলতেছি। এমনিতেই ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা খারাপ। পুরো পরিবার যে টাকায় চলে তার সমান টাকা লাগে আমারই।

তাই এই মুহূর্তে দরকার একটা কাজ। মাঝখানে ফ্রীল্যান্সিং করতাম। এখন এখানেও কাজ নাই। আরটিকেল লেখে ভালই ইঙ্কাম করতাম। হঠাৎ অদেস্ক এর অ্যাকাউন্ট টা বন্ধ করে দিল ওরা।

নতুন অ্যাকাউন্ট খুলে আবার নতুন করে শুরু করতে হচ্ছে। কি যে ঝামেলায় আছি টা বলার মত নয়। মিরপুর ছেড়ে এসেছি যাত্রাবাড়ী এলাকায়। মিরপুরে টিউশন গুলো ছেড়ে এসে যে ভুল করেছি তা ভাব্লে নিজের মাথার চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করে। পুরান ঢাকার দিকে বা যাত্রাবাড়ী এলাকায় টিউশন খোঁজ করছি।

জানিনা কি হবে। এখানে ব্লগে আমার মত যারা ব্যাচেলর থাকেন ঢাকায় তারা বুঝবেন যদি কখনও এমন অবস্থায় পড়েন। সবাই দোয়া করবেন আমার জন্য। বিপদ আপদ এর শেষ অবশ্যই আছে। তবে এই বিপদ যেন দ্রুত শেষ হয় সেই দোয়া চাইছি।

কার দোয়া যে ঈশ্বর কবুল করেন তা বলা যায়না। তাই গনহারে সবার দোয়া চাইছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.