আমাদের কথা খুঁজে নিন

   

টঙ্গীতে তিন দিনব্যাপী জোড় সম্মেলন

টঙ্গীর তুরাগ নদের তীরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জোড় সম্মেলন। ঢাকা জেলার তাবলিগ জামাতের মুসলি্লরা এ সম্মেলনে অংশ নেবেন। ১৬ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ সম্মেলন। বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুবি্ব ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন বলেন, আগামী শনিবার দুপুরের আগে যে কোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা পর্ব। শেষে মুসলি্লরা দীনি দাওয়াতের কাজে দেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়বেন। সূত্র আরও জানায়, মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ ৪৯তম বিশ্ব ইজতেমা ২০১৪ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব ২৪-২৬ জানুয়ারি। চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.