আমি দুরন্ত দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি অনন্ত উর্বর, আমি কালের হস্তে করি উষরকে সবুজ প্রান্তর। আমি মুক্ত, আমি উচ্ছ্বল, আমি তারুণ্য, কারণ- আমি যে দুরন্ত।
আমি রাত জাগি, কেবল আকাশের তারা গুনি।
সাদা-কাল রাতের গভীরতা আমাকে ঘুম পাড়াতে পারেনা।
আমার অভাগা চোখের যে কোন পাতা নেই!
আজ স্বপ্নহীন দু চোখ আমার, নোনা জলে শিক্ত।
সেথা কোন স্বপ্ন আটকে থাকেনা;
সকলের ঘৃণা নিয়ে আমার চোখ কাঁদে।
আজ ক্লান্ত দুচোখ আমার ঘুমাতে চায়, শান্ত একমুঠো ঘুম-
যেখানে কেও পরম আদরে ঢেকে রাখবে চোখ দুখানি,
চোখের পাতা না থাকার দুঃখ ভুলে যাবে নিমিষে
তোমার নিরাপদ আচ্ছাদনে, স্বপ্ন দেখব রঙ্গিন বেঁচে থাকার তরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।