আমাদের কথা খুঁজে নিন

   

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নিরাপত্তার স্বাথে গত ১ দিন ধরে আশুলিয়ার সকল পোশাক কারখানা বন্ধ থাকলেও থেমে নেই শ্রমিক বিক্ষোভ। মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত নূনতম মজুরি ৫ হাজার ৩'শ টাকা মেনে নিলেও নূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে ফের বিক্ষোভ শুরু করেছে পোশাক শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকালে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক ।

শ্রমিক সূত্র জানায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপ, অনন্ত অ্যাপারেলস, নাসা গার্মেন্টস, বাংলাবাজার এলাকার ক্যাথে অ্যাপারেলসসহ আশেপাশের অন্তত ১৫টি পোশাক কারখানার শ্রমিকরা সকালে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মালিক পক্ষের মেনে নেওয়া নূনতম মজুরি ৫ হাজার ৩'শ টাকা প্রত্যাখান করে নূনতম মজুরি ৮হাজার টাকা বাস্তবায়নের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেয় এবং মহাসড়কে চলাচলরত বেশ কয়েকটি যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করেও ইট-পাটকেল নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকাসহ আশেপাশের এলাকা।

এসময় প্রায় ঘন্টা ব্যাপি দফায় দফায় উভয় পক্ষের মধ্যে চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপসহ শ্রমিকদের উপর লাঠিচার্জ করে। শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় শ্রমিক-পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিত আহত হয়েছে।

এদিকে, গতকাল জিরানী এলাকায় অবস্থিত সাচ্ছন কোং বিডি সোয়েটার কারখানার শ্রমিকরা প্বার্শবর্তী নর্দান ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালানোর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে নর্দান ফ্যাশনের শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে প্বার্শবর্তী সাচ্ছন সোয়েটার কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে।

এসময় তারা নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক অবরোধ করারও চেষ্টা করে। পরে শিল্প পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ব্যাপারে, শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে অতিরিক্তি পুলিশ মোতায়েনসহ সাজোয়া যানের টহল অব্যাহত রয়েছে।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.