আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যা ধরবে উল্কি

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গত সপ্তাহে গুগলের মালিকানাধীন মটোরোলা মোবিলিটি যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসে প্রযুক্তির এই নতুন ব্যবহারের জন্য আবেদন পেশ করেছে। এতে বিভিন্ন মোবাইল ডিভাইসের সঙ্গে উল্কিটির সংযুক্তির কথাও উল্লেখ করা হয়।
‘মোবাইল ডিভাইসের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক উল্কি’ শিরোনামের প্রযুক্তিটি তৈরি করা হয়েছে ব্যবহারকারীর ঘাড়ে বসানোর জন্য। এতে এটি ফোনের মাইক্রোফোনের মতো কাজ করবে। মুখের কাছাকাছি হওয়ায় উল্কিটি আশপাশের শব্দের মধ্যেও ব্যবহারকারীর কণ্ঠস্বর ঠিকভাবে শোনাতেও কাজে আসবে।



তারবিহীন আর মোবাইল ফোনের সঙ্গে সংযুক্তির কারণে এতে কথা বলা আরও সহজ হবে। মিথ্যা-নির্দেশক হিসেবেও কাজ করবে প্রযুক্তিটি। ঘাড়ের সঙ্গে সংযুক্ত থাকায় এটি কথা বলার ধরনের সঙ্গে স্নায়ুর পরিবর্তন লক্ষ করেই জানিয়ে দেবে ব্যক্তি সত্য না মিথ্যা বলছে।
যদিও উল্কিটির ব্যবহার কীভাবে করা যাবে, তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি পেটেন্ট আবেদনে। আর যারা শরীরে এমন বৈদ্যুতিক উল্কি আঁকতে চান না, তাদের জন্য কলার বা ব্যান্ডের ব্যবহারও থাকতে পারে বলে জানিয়েছে ম্যাশএবল।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.