ডাইনোসরের মস্তিষ্কের বিশদ মানচিত্র তৈরি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। এতে দেখা যাচ্ছে, জটিল আচরণ এবং সম্ভবত শব্দের সাহায্যে পারস্পরিক যোগাযোগের দক্ষতা ডাইনোসরের ছিল।
কুমিরসদৃশ সরীসৃপ আকারের ডাইনোসর ও পাখিসদৃশ ডাইনোসরের দেহাবশেষ নিয়ে গবেষণার ভিত্তিতে মানচিত্রটি তৈরি করা হয়েছে। এতে ওই প্রাণীর মস্তিষ্ক গঠনের অভিনব কাঠামো সম্পর্কে বেশ স্পষ্ট ধারণা পাওয়া যায়। এ ছাড়া লাখ লাখ বছর আগে প্রাণীটি এই পৃথিবীতে কীভাবে বিচরণ করত, সে ব্যাপারেও নতুন ভাবনার উদ্রেক হয়।
বিজ্ঞানীরা কুমির ও পাখির মস্তিষ্কের বিভিন্ন অংশে জিনের কার্যক্রমের ধরন নিয়ে কাজ করেন। শ্রবণের কাজে মস্তিষ্কের যে অংশটি ব্যবহূত হয়, তার গঠন বিশ্লেষণের জন্য সরীসৃপ ও পাখিদের অন্ধকারাচ্ছন্ন কক্ষে নিয়ে বিভিন্ন ধরনের আওয়াজ শোনানো হয়। এ সময় তাদের মস্তিষ্কে নির্দিষ্ট কিছু জিনের প্রভাব বা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। ওই পর্যবেক্ষণের ফলাফল এবং ডাইনোসর যুগের তিনটি প্রজাতির জীবাশ্মের (ফসিল) তুলনামূলক বিশ্লেষণ করেই ডাইনোসরের মস্তিষ্কের অনুরূপ মানচিত্র তৈরি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোয় সোসাইটি ফর নিউরোসায়েন্সের সম্মেলনে ওই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
গার্ডিয়ান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।