সতর্ক করন " জামাত শিবির , যে কোন রকমের মৌলবাদী, ধর্ম ব্যাবসাই ও বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত সকল জানয়ারের প্রবেশ নিষেধ"
গত ১৩ -১১-১৩ তারিখ হয়ে গেল বাংলা জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর জন্মদিন, বিভিন্ন টিভি চ্যালেনে হয়ে গেল কত নানা ধরনের অনুষ্ঠান, চ্যানেল আই আবার এক কাঠি সরেস তারা করে ফেলল হুমায়ুন মেলা, মঞ্চ আল করে ছিল হুমায়ুন ভক্ত কুল আর তার বিধবা স্ত্রি, কতই না আনন্দ হল উল্ল্যাশ হল হাজার বেলুন উরল কিন্তু এর আরালে যে তার ফেলে আশা অতিত তার নুহাস, বিপাশা, শিলা এরা কথায়? এরা কি হুমায়ুন এর ঔরস জাত সন্তান না? হুমায়ুন কি এদের বাবা নয়?? কথায় হুমায়ুন এর মা?? তিনি কি হুমায়ুন কে জন্ম দিন নি??? মিডিয়ার কল্যানে আমরা দেখছি হুমায়ুন এর জগত শুধুই শাওন ময়। আশলেই কি তাই??? হুমায়ুন এর বুকে মাথা রেখে নুহাস, বিপাশা, শিলারা বেড়ে ওঠেনি?? এত শব প্রশ্ন কান করছি কারন আমি এই সব ভন্ডামি দেখে ক্লান্ত। হয়ত শাওন এই লেখা দেখে উত্তিজিত হয়ে পড়বেন আমাকে তার শুলে চরাতে ইচ্ছা করবে। কিন্তু আশলেই এক বার ভেবে দেখার দরকার জারা হুমায়ুন কে এবং হুমায়ুন জাদের মমতার চাদরে দীর্ঘ কাল জরিয়ে রেখেছিল তাদের কে অতীতের কাল গহ্বরে ছুরে ফেলা কি ঠিক না এতটাই সহজ। কেউ কেউ বলতে পারেন হুমায়ুন এর সেশ জিবনে শাওন দেখে রেখেছিল, আমি এর উত্তরে বলব, ঘরে সৎ মা আসলে সেই পরিবারের বাকি সদস্য যে কি পরিমান জন্ত্রনায় থাকে তারা কত টা অসহায় হয়ে যায় তা তারাই জানে জাদের বাবা দ্বিতীয় বিয়ে করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।