আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের বউ তিশা

জনপ্রিয় অভিনেত্রী তিশা। নানা রকম চরিত্রে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন। এ অভিনেত্রী এবার লাইলী নামে রাজাকারের বউ চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে ইকবাল রাজাকারের চরিত্রে অভিনয় করেছেন মীর সাবি্বর। বীরকন্যা নামে এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নূসরাত ইমরোজ তিশা, মীর সাবি্বর, উজ্জ্বল মাহমুদ, হান্নান শেলী, ফরহাদ লিমন, জিয়া উদ্দিন রাজু প্রমুখ। নাটকটি বিজয় দিবসে আরটিভিতে প্রচার হবে।

নাটকে দেখা যাবে, সময়কাল ১৯৭১ সারা দেশে মুক্তিযুদ্ধ চলছে 'লাইলী' গ্রামের সহজ-সরল সাধারণ একজন গৃহবধূ। লাইলীর স্বামী 'ইকবাল' গ্রামের অলস যুবক। স্বামী-স্ত্রীর সংসারে সচ্ছলতার অভাব না থাকলেও লাইলী তার স্বামীর এই বেকারত্ব মেনে নিতে পারেনি শুরু থেকেই।

চারপাশের গ্রামগুলোর ভয়াবহতা ক্রমেই লাইলীদের গ্রামকেও আক্রান্ত করে, গ্রামের যুবকরা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য পরিকল্পনা করে। এক রাতে গ্রামের যুবকরা ইকবালের বাড়িতে আসে। লাইলীর সামনে তারা ইকবালকে মুক্তিযুদ্ধে যাওয়ার অনুরোধ জানায়। ইকবাল কৌশলে যুবকদের যুদ্ধে যাওয়ার প্রস্তাবকে এড়িয়ে যায়।

যুদ্ধকালীন লাইলী কোনোভাবেই তার স্বামীর খোঁজ পায়নি।

লাইলী তার স্বামী বেঁচে আছে না মৃত তা জানে না। স্বামীর খোঁজে গ্রামে প্রবেশ করতেই সব লোকজন লাইলীর দিকে পরিহাসের দৃষ্টিতে তাকাতে থাকে, লাইলী লোকদের এই পরিহাস, কৌতূহল বুঝতে পারে না, সে কারও কারও কাছে তার স্বামীর খবর জানতে চাই। কেউই তাকে তার স্বামীর খবর দিতে পারে না। গ্রামের এক মুক্তিযোদ্ধা তাকে জানায়, তার স্বামী ইকবাল এ কয় মাসে গ্রামের শত শত মানুষকে অত্যাচার-নির্যাতন করেছে, সে মুক্তিযুদ্ধে না গিয়ে রাজাকার হিসেবে কাজ করেছে। একজন বীর নারী মুক্তিযোদ্ধা স্বামীর এই অপমান ও লজ্জার খবরটি শুনে হতবাক হয়ে যায়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.