আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা এফএম ৯০.৪ এর প্রথম জন্মদিন এবং প্রথম গানের এলবাম FLASHBACK 90.4’ Edition-01

৪৫ নাভানা টাওয়ার, গুলশান-১ এর ১৫ তলায় ঢাকা এফএম-৯০.৪ রেডিও স্টেশনের অফিস। ইংরেজি নববর্ষের ১ম দিনেই নতুন সাজে সেজেছিল রেডিও স্টেশনটি। সেদিন ছিল ঢাকা এফএম-৯০.৪ এর প্রথম জন্মদিন। এক বছর আগে এই দিনে এই রেডিও স্টেশনের যাত্রা শুরু হয়েছিল। যাত্রা শুরুর পরই ভিন্নধর্মী অনুষ্ঠানের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের খুব কাছাকাছি চলে যেতে সক্ষম হয়।

ঢাকা এফএম-৯০.৪ এর জন্মদিন উপলক্ষে ১লা জানুয়ারীর সকাল থেকেই শ্রোতা, কলাকুশলী এবং বিভিন্ন তারকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে নাভানা টাওয়ারের ১৫ তলা। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চলে সারাদিন আড্ডা। কথার ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের মিষ্টি, লুচি, শীতের পিঠা, চা, কফি দিয়ে চলে অতিথিদের আপ্যায়ন। অনেকেই তাদের প্রিয় প্রতিষ্ঠানের জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেদিন সকাল ১১টায় বিশাল কেক কেটে প্রতিষ্ঠানের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ঢাকা এফএম-৯০.৪ এর জন্মদিনে এসে বঙ্গুবন্ধুর প্রথম প্রেস সচিব এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ফাউন্ডার আমিনুল হক বাদশাহ জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আত্মকথা, বঙ্গুবন্ধুর কথা, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা, সরকারের কাজ নিয়ে আলোচনা, স্বাধীন বাংলা বেতার নিয়ে কথা বলেন। ঢাকা এফএম-৯০.৪ লিমিটেডের চেয়ারম্যান ডলি ইকবাল বলেন, ‘ঢাকা এফএম-৯০.৪ এর প্রথম বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ। বিশেষ করে অনুষ্ঠান বিভাগ, কারিগরি বিভাগ, প্রশাসন বিভাগ এবং বাণিজ্যিক বিভাগ যাদের চেষ্টায় ঢাকা এফএম-৯০.৪ তার প্রথম এক বছর অত্যন্ত সফলভাবে শেষ করতে পেরেছে। ’ ‘মাই সিটি মাই টোন’ এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে ঢাকা এফএম-৯০.৪। এটি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ এইচডি এফএম রেডিও স্টেশন।

বর্তমানে এ রেডিও স্টেশন কাভারেজ দিচ্ছে ৮০ কিলোমিটার। ঢাকা ছাড়াও ৭৬টি উপজেলার শ্রোতারা ঢাকা এফএম শুনতে পাচ্ছে। ক্রমান্বয়ে এর পরিধি আরও বাড়বে। ভিন্নধর্মী এবং অনুষ্ঠানে বৈচিত্র্য থাকার কারণে বিভিন্ন বয়সের মানুষ এই রেডিও স্টেশনটি শুনছে। ঢাকা এফএম তার প্রথম জন্মদিনে ১১ জন শিল্পীর গাওয়া জনিপ্রিয় ১১টি পুরানোদিনের গান নিয়ে ‘FLASHBACK 90.4’ Edition-01 নামে একটি গানের এলবামও প্রকাশ করেছে।

যা বর্তমানে শুধু আন্তার্জাতিক বাণিজ্যমেলার ঢাকা এফএম এর স্টুডিওতে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ নতুনভাবে রেডিও আমেজ বজায় রেখে এবং প্রতিটা শিল্পিীর কথোপকথন ও তাদের গাওয়া গান নিয়ে সাজানো হয়েছে এই এলবামটি। ইতোমধ্যেই এই এলবামের গানগুলো শ্রোতাদের মন জয় করেছে। বাংলাদেশে এই প্রথম কোনো রেডিও স্টেশনের প্রযোজনায় গানের এলবাম মুক্তি পেলো। এফএম রেডিওর ইতিহাসে এ্ বিষয়টিও মাইলফলক হয়ে থাকবে।

পড়শি, আনান, ঝিলিক, জুয়েল মোর্শেদ, পূজা, মাহমুদ সানি, অরিন, রাফাত, নির্ঝর, রানা ও অনুভব জয়াস এই ১১ জন শিল্পীর গাওয়া অত্যন্ত জনপ্রিয় গান নিয়ে ঢাকা এফএম এর প্রথম পরিবেশনা ‘FLASHBACK 90.4’ Edition-01, এইভাবে প্রতিবছর ঢাকা এফএম এর জন্মদিনে এবং ইংরেজি নববর্ষের প্রথমদিনে নতুনরুপে আরো গানের এলবাম পরিবেশন করার প্রয়াস রাখছে। এক বছর এবং ঢাকা এফএম ফেসবুক ফ্যান পেজ ঢাকা এফএম ওয়েবসাইট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.