"আল্লাহ যা করে, ভালর জন্যই করে" বা "এইটা কপালে ছিল, তাই হইছে" এই বাক্যগুলা আমরা কেন ব্যবহার করি? উত্তর আসতে পারে, এগুলা সত্যি তাই ব্যবহার করি।
আসলে কিন্তু তা-না। এটা ঠিক যে এগুলা সত্যি কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ওইসব চিরন্তন সত্যগুলা জানানো না। আমাদের আসল উদ্দেশ্য হল নিজের ব্যর্থতা ঢাকা, আর কিছুই না। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি-ই হল যে তারা কখনই নিজের ব্যর্থতার দায়ভার নিজের ঘাড়ে নিতে চায় না, চায় দায়শুন্য হয়ে বাঁচতে। আর সেই কারনেই আমরা নিজের ব্যর্থতার দায়ভারটা আরেকজনের ঘাড়ের উপর তুলে দিয়ে নিজেকে ভার শুন্য করতে চাই। আর তাই ওইসব বাক্যের ব্যবহার করে নিজের ব্যর্থতার দায়ভার আরেকজনে ঘাড়ে তুলে দেই। সে ঈশ্বর বা আল্লাহ হোক, কপাল হোক অথবা অন্য যে কেউই হোক না কেন!
এটাই হল প্রকৃত সত্য, কিন্তু আমরা এটাও মানতে নারাজ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।