আমাদের কথা খুঁজে নিন

   

ব্যার্থতার দায়ভার কি শুধু মুশফিকের না সব খেলোয়াড় দের।

আজকে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর খেলা দেখে আপনারা হয়তো অনেকে মুশফিক কে গালি দিতে পারেন। কিন্তু আমি বলবো আপনারা যদি শুধুমাত্র একজন কে দোষারোপ করেন তাহলে হবেনা। আজকের খেলার দায়ভার সবাইকে বহন করতে হবে। আজকের ম্যাচের প্রথম দিক থেকে প্রত্যেক খেলোয়াড় দের মধ্যে দৈন্য দশা ফুটে উঠেছে সব দিক থেকে।

আমি আমার মতো কিছু বিশ্লেষণ করছি।

হয়তো অন্য ভাইদের ভালো নাও লাগতে পারে।

প্রথম ভুল আজকের খেলায় ডিউ ফ্যাক্টরের দোহাই দিয়ে টসে জিতে ব্যাটিং এর বদলে ফিল্ডিং নেওয়া। অথবা একারনেও তারা ব্যাটিং নিয়েছে অতীতে বাংলাদেশের বেশীরভাগ জয়ী ম্যাচ গুলো সব রান চেজ করে যেতা।

তারপর আসুন বাজে ফিল্ডিং এর মহড়া সম্পর্কে কিছু বলি। ইনিংস এর শুরুতে মাশরাফির ওয়াইড বল প্লাস বাই সহ পাচ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজ তার প্রথম রানের খাতা খোলে।

গোঁড়ায় গলদ।

এবার সোহাগ গাজী যিনি বাউন্ডারির সামনে একটি সহজ বল ধরতে পারলেন না যার ফল চার। তিনি যখন বোলিং এর আসলেন তখন ওই মুহূর্তে হিটিং করছিলেন স্মিথ। স্মিথ লেগ সাইটে ভালো একজন ব্যাটসম্যান। এবং তিনি লেগ সাইডে দুর্দান্ত সুইপ শর্ট খেলে থাকেন।

গাজীর বল চার হাঁকানোর পর কোন যুক্তিতে তিনি আবার সেম স্পটে বোলিং করলেন। শুধু গাজি না অনেক বলার তাকে বার বার ওইখানে বল দিচ্ছিল যেখানে স্মিথ স্ট্রং।

তারপর ধরা যাক রিয়াদের কথা যিনি পর পর দুইটি বলে ক্যাচ মিস করেছেন এবং তার ফলস্বরূপ দুইটি চার হয়েছে।

তবে আজকের খেলায় অসাধারণ দেখার মতো দুটি ক্যাচ ধরেছেন আমাদের তামিম ইকবাল।

এছাড়া বাংলাদেশ টিমের আরো অনেক টুকটাক ভুল আছে।

ওয়েস্ট ইন্ডিজ দলের এর রান ১৭১ হয়না আমাদের ফিল্ডিং ভালো হলে রান হতো বড়জোর ১৩০।

এবার আমাদের ব্যাটিং এর কথাই আসি, প্রথম ধরা যাক তামিমের কথা সম্পূর্ণ বাজে একটি আউট। প্রথম জুটির উচিৎ ছিলো ৫ কি ৬ ওভার ঠাণ্ডা মাথায় খেলা। তারপর আসলো বিজয়ের আউটটি এখানে আমি বিজয়ের দোষ দিবনা এক্ষেত্রে বলার চমৎকার বল করেছেন যা সাকিবের সাথেও হয়েছে। বলা যেতে পারে তারা দুজনেই ভালো বলে আউট হয়েছেন।



তারপর সাধারণত যা হয় আমাদের বাংলাদেশ টিমের মনোবল বলতে কিছু থাকেনা তারে তাড়াতাড়ি উইকেট বিলিয়ে দেবার প্রতিযোগিতা শুরু করে যাহা আজকেও তাদের মধ্যে ব্যতিক্রম নয়।

সর্বশেষ আমাদের বাংলাদেশী ভাইয়েরা আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আমরা যেন কাউকে দোষ না দেই। আমাদের আজকের খেলায় আমরা কি কি ভুল করেছি তা বিশ্লেষণ করে পরের খেলাতে ভালো খেলার উদ্যম নিয়ে নামি।

আমাদের ওয়ানডে স্ট্যাটাস বা টেস্ট স্ট্যাটাস কিন্তু বেশিদিন আগের পাওয়া নয় তারপরও আমরা অন্যান্য দেশের তুলনাতে অনেক অনেক ভালো খেলেছি এবং এখনো খেলি।

আপনারা ভুলে যাবেন না এই টিম নিউজিল্যান্ড এর টিম কে দুই দুইবার ওয়াইট ওয়াশ করেছে আমরা ওয়েস্ট ইন্দিজ এর সাথে দুইবার সিরিজ জিতেছি।



সব ম্যাচে কি ভাই জয় পাওয়া যায়। বর্তমানে আমাদের বাংলাদেশ টিমের একটু ব্যাড প্যাচ চলছে। হোপ উই উইল ওভারকাম।

আর ভাই আমাদের সবাইকে একটা মেন্টালিটি বাদ দিতে হবে আমরা জিতলে মাথায় তুলি আর হারলে মাথা থেকে ফেলে দেই। এটা যেন আর না হয়।

হাড় জিত খেলাতে থাকবেই।

আমাদের বাংলাদেশ টিম সবসময় আমাদের মাথার উপর থাকবে। একটা ম্যাচ হেরেছিতো কি হয়েছে সামনে আরো ম্যাচ আছে।

গর্জে উঠো বাংলাদেশী টাইগার।

ভালো থাকবেন সব ব্লগার ভাইয়েরা আর বোনেরা।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.