৫বছর পর বিএনপি'র ব্যার্থতার নমুনা টা এমন হওয়া উচিত ১) শেয়ার মার্কেটে ৩০ল ক্ষ বিনিয়োগকারীর সর্বস্বান্ত হওয়ার ডিজিটাল কেলেংকারীকে জাতির সামনে তুলে ধরতে পারেনি, সরকারকে বাধ্য করতে পারেনি এক কোটি পরিবারকে নি:স্ব করার বিচার করতে। ২) পদ্মা সেতুর দুর্নীতিতে সরকারের সংশ্লিলতাকে বিএনপি জনগণ সম্পৃক্ততা তৈরী করে সরকারকে চাপে ফেলতে পারে নি, যাতে করে সরকার বাধ্য হয়ে এর সুষ্ট বিচার করে এবংবাংলাদেশের স্বপ্নের এই সেতুটি নির্মিত হয়। ৩) প্রায় ২০০ মানুষ গুম হওয়ার পরও বিএনপির মত একটি দায়িত্বশীল বিরোধীদল জনগণকে সম্পৃক্ত করে কোন আন্দোলন গড়ে তুলতে পারে নাই, যাতে করে সরকার বাধ্য হয়ে এ সকল বিচারের কাজ হাতে নেয়। ৪) হল মার্ক আর ডেসিটিনির মত ভুয়া প্রতিষ্ঠানগুলো জনগনের অর্থ লোপাট করে আইনের খেলায় বরে হয়ে যাচ্ছে, বিএনপি সেই লুটপাটের বিপক্ষে জনমত তৈরী করতে ব্যার্থ হয়েছে। ৫) সুরঞ্জীত বাবুর কালো বিড়াল থেকে ৭০লক্ষ টাকার সাদা বিড়ালের হাজারও দুর্নীতির মেসেজ কে বিএনপি জনগনের আমলে এনে সরকারের দুর্নূীতিকে জনসমক্ষে উপস্থাপন করতে পারে নাই। ৬) ১৯৭১ সালে ৩০লক্ষ মানুষ হত্যা আর ২লক্ষ মা-বোনের ইজ্জত লুণ্টনকারীতের বিচারকে বেগবান করার জন্য বিএনপি কোন ইতিবাচক পদক্ষেপ নিতে পারেনি, বরং মাঝে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে মানুষের মনে সন্দেহ তৈরী করেছে বিএনপি নিজেই। ৭) বিগত ৫ দিনে ১৫০ মানুষের হত্যা কান্ড আর জাতীয় পাতাকা অবমাননা, শহীদ মিনার ভাংচুর, মন্দিরে হামলা'র নারকীয় বর্বরতার বিরোদ্ধ বিএনপি হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে, পুরো জাতি হতাশ আর ধিক্কার জানাছে। বিএনপি জনগণের ভাষা বোঝে না, জনগনের কষ্ট বোঝে না, জনগণের বেদ না বোঝে না, শুধুমাত্র ক্ষমতায় যাবার জন্য কেয়ারটেকার সরকার বোঝে....................... ধিককার জানাই সবেচেয়ে বেশী মুক্তিযোদ্ধাধারী এই বিরোধীদল কে .........................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।