আমরা যারা শেয়ার ব্যবসার সাথে জডিত তারা প্রায় সবাই প্রাইমারী শেয়ারের সাথে জড়িত। যারা এই প্রাইমারী শেয়ারের জন্য আবেদন করেন তাদের সবাইকে IPO form পূরণ করতে হয়। যাদের ১০/২০ টার বেশি BO account তাদের ফর্ম পূরণ করতে বেশ বেগ পেতে হয়, বিশেষ করে যাদের ৫০/১০০ কিংবা হাজারেরও বেশি BO account আছে তাদের এসব IPO form হাতে পূরণ করাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তার উপর কাটাছেড়ার তো ভয় তাকেই, কাটাছেড়ার জন্য অনেক সময় IPO রেজাল্টের সময় এইসব Account এর টাকা আটকে যায়। অনেক সময় আবেদন ফর্মটি বাতিল হলে পুরো টাকাটাই শেষ!!!! আর বর্তমান সময়ে অনেক অনলাইন সার্ভিস চালু হয়েছে এসব IPO form পূরণের জন্য তাও আবার মাসিক কিংবা বার্ষিক ফি সাপেক্ষে। আবার কোনটি ফ্রিতে সার্ভিস দিচ্ছে। যা কখনো নিরাপদ সেবা নয় , এসব সার্ভারে থাকা তথ্য গুলো যেকোন সময় হ্যাক বা নষ্ট হতে পারে।
আজ আমি আপনাদের IPO form পূরন করার একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা দিয়ে আপনি আপনার হাজার হাজার ফর্ম অনায়াশে পূরণ করতে পারবেন সম্পূর্ণ Offline এ!!!!! তো আপনি কেন শুধু শুধু মাসে মাসে /কিংবা বাৎসরিক ফি দিয়ে অনিরাপদ সাইটে ফর্ম পূরন করবেন? আমি নিজে ব্যবহার করছি এটি তাই শেয়ার ব্যবসার সাথে জড়িত ভাইদের এইটুকু সাহায্য হবে বলে আমার এই পোষ্ট। Software টির বিস্তারিত লিখতে পারলাম না। একটি ব্যানার দিলাম , আশা করি এটি সর্ম্পকে ধারনা পাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।