চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ১২৮টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।
আটক যাত্রীর নাম খায়রুল বাশার। তিনি আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে দুবাই থেকে চট্টগ্রাম আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরে নিয়োজিত কাস্টমস হাউসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল প্রথম আলো ডটকমকে জানান, খায়রুল বাশারের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বারগুলোর ওজন প্রায় সাড়ে ১২ কেজি। এগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
মশিউর রহমান মণ্ডল জানান, আটক খায়রুল বাশার শুল্ক বিভাগের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এর আগে গত ২ নভেম্বর শাহ আমানত বিমানবন্দরে ২৫টি স্বর্ণের বার আটক করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।