ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আসন্ন পরমাণু আলোচনায় একটি চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে চারটি শর্ত পূরণ করতে হবে। এ আলোচনা আগামী ২০ নভেম্বর জেনেভায় শুরু হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, প্রথম শর্ত হলো, ইরানের সব পরমাণু স্থাপনাকে এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক নজরদারির আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, ২০ শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। তৃতীয়ত, এরইমধ্যে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের যে মজুদ গড়ে তুলেছে তা কমাতে হবে এবং শেষ শর্ত হচ্ছে, আরাকের ভারি পানির পরমাণু স্থাপনার নির্মাণকাজ বন্ধ করতে হবে। ওলাঁদ আরো বলেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তি উপনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হলে এ সব শর্ত মানতে হবে।
উল্লেখ্য, গতমাসে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ইরান ও ছয় জাতিগোষ্ঠী নিজেদের মধ্যে বিরাজমান মতপার্থক্য কমাতে সক্ষম হলেও কোনো সমঝোতা চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।