আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে... আজ কাল চোখ দু'টো খুব জ্বলে আমি তবু চোখ খুলে রাখি, ভয় হয়!এই বুঝি জল গড়িয়ে পড়ে... এই বুঝি কতো কথার জল গুলো মূল্যহীন হয়ে পড়ে...! আমি বুঝতে পারি,বড্ড ক্লান্ত আমার আঁখি, দু'চোখের পাপড়ি গুলো ও চাইছে এক হতে আরো একটি বার, আমি তবু চেয়ে থাকি,খুলে রাখি আঁখি... ভয় হয়!এই বুঝি জল গড়িয়ে পড়ে এই বুঝি আমার অবুঝ মন জলের স্পর্শে ভেঙ্গে পড়ে! আজ কাল চোখ দু'টো প্রায়ই ঝাপসা দেখে আমি তবু চেয়ে থাকি, ভয় হয়!চোখ বুজলেই বুঝি হারিয়ে ফেলবো জমানো সব অনুভূতি গুলি... আমি জলের মূল্য চাইনে, আমি বোধের বিসর্জন চাইনে শুধু অশ্রু টলমল আঁখির বিসর্জন চাই,নীরবতার কাছে! আজ কাল চোখ দু'টো সত্যি খুব জ্বলে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।