ঘুষ গ্রহণের পর সে অর্থ বিদেশে পাচারের মামলা থেকে বিএনপি নেতা তারেক রহমান বেকসুর খালাস পাওয়ায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি, তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি, যুবদল, জাসাস, ছাত্রদল, শ্রমিক দলের ব্যানারে তিনটি আনন্দ র্যালি এবং মিস্টি বিতরণ করা হয়। শোকরানা মোনাজাত অনুষ্ঠিত হয় তারেক পরিষদ কেন্দ্রীয় আন্তর্জাতিক কমিটির উদ্যোগে মিস্টি বিতরণের পর।
সবকটি কর্মসূচি থেকেই তারেক রহমানের বিরুদ্ধে বিচারাধীন অপর মামলাগুলো অবিলম্বে বিনাশর্তে প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিএনপির বিবাদমান তিন গ্রুপের এসব র্যালি, মিষ্টি বিতরণ এবং শোকরানা মোনাজাত অনুষ্ঠিত হয় ১৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় আজ সোমবার সকাল) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে। সবচেয়ে বড় র্যালি হয় বহির্বিশ্ব বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে ডাইভার্সিটি প্লাজায়।
এতে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, যুক্তরাষ্ট্র ছাত্রদল, যুক্তরাষ্ট্র শ্রমিক দল, যুক্তরাষ্ট্র মহিলা দল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল. জাতীয়তাবাদি ফোরাম, ব্রুকলিন বিএনপি, নিউইয়র্ক সিটি বিএনপির নেতৃবৃন্দ।
শ্লোগানে নেতৃত্ব দেন বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মুজিবর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লুর, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এমএবাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, জাতীয়তাবাদী ফোরামের নেতা রফিকুল ইসলাম ডালিম, বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরামের নেতা গিয়াসউদ্দিন, যুক্তরাষ্ট্র ছাত্রদল সভাপতি আতাউর রহমান আতা প্রমুখ।
বক্তব্যে নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়নবশত: তারেক রহমানকে মামলায় ফাঁসানো হয়েছিল, মাননীয় আদালতের রায়ে তারই বহিঃপ্রকাশ ঘটলো। এ রায়ের পথ ধরেই অপর মামলাগুলো বিনাশর্তে প্রত্যাহার করলে সরকার তার দায় থেকে রেহাই পাবে।
বিএনপি এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের গরমেট রেস্টুরেন্টের পার্টি হলে।
এতে সভাপতিত্ব করেন তারেক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল। সংগঠনের মহাসচিব জসীমউদ্দিনের সঞ্চালনে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ, তারেক পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ পাটোয়ারি, ভাইস প্রেসিডেন্ট পিয়ার আলী, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, মোস্তাফিজুর রহমান রিফাত, নিজামুল শাহীর প্রমুখ।
খাবার বাড়ির সামনে শোকরানা সমাবেশ এবং মিষ্টি বিতরণের অপর কর্মসূচির আয়োজন করে শরাফত হোসেন বাবু এবং বেলাল মাহমুদের নেতৃত্বাধীন বিএনপি। এ সময় শ্লোগানে প্রকম্পিত করা হয় আশপাাশের পরিবেশ। এ সময় আরো বক্তব্য রাখেন মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, গোলাম ফারুক শাহীন, বেলাল মাহমুদ, সাঈদুর রহমান সাঈদ, জসীম ভূইয়া প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।