আমাদের কথা খুঁজে নিন

   

শাহীনার সন্তানের দায়িত্ব নিল ইউনিভার্সাল ফুড

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শাহীনার দেড় বছরের শিশুর ভরণপোষণের দায়িত্ব নিয়েছে পাবনার ইউনিভার্সাল ফুড লিমিটেড। শাহীনার পরিবারের সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়েছেন ইউনিভার্সাল ফুডের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন।
ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘শিশুটি কর্মক্ষম না হওয়া পর্যন্ত তার সব খরচ ইউনিভার্সাল ফুড লিমিটেড বহন করবে। ’
সোহানী হোসেন জানান, বিভিন্ন গণমাধ্যমে ধ্বংসস্তূপ থেকে শাহীনাকে উদ্ধার-চেষ্টার কর্মকাণ্ড প্রচার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তাঁর মৃত্যুর খবরটি তিনি দেখেছেন।

এরপর তিনি পাবনা থেকে সাভারে যান। সেখানে গিয়ে শাহীনার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরিবারের সদস্যরা তাঁকে জানান, শাহীনার দেড় বছরের একটি সন্তান রয়েছে। তার ভরণপোষণের খরচ শাহীনাই জোগাড় করতেন। মা শাহীনা মারা যাওয়ায় শিশুটির ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়ল।

এরপর তিনি শাহীনার ছেলের ভরণপোষণের দায়িত্ব নেন।
নয়তলা ভবন ধসে পড়ার পরও মরতে মরতে বেঁচে ছিলেন শাহীনা আক্তার। ভবনধসের ৮০ ঘণ্টা পর কয়েকজন উদ্ধারকারী তরুণ তাঁকে জীবিত খুঁজে পান। এর পরের ৩০ ঘণ্টা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন স্বেচ্ছাসেবক, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আগুন লেগে যাওয়ায় শাহীনাকে আর উদ্ধার করতে পারেননি তাঁরা।

গত ২৯ এপ্রিল বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।