আমাদের কথা খুঁজে নিন

   

শাহীনার শিশুপুত্রের দায়িত্ব নিলেন সোহানী 

সোহানী পাবনার ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
রানা প্লাজা ধসের পরও কুষ্টিয়ার মেয়ে শাহীনা বেঁচে ছিলেন। ভিতরে আটকে থাকা অবস্থায় উদ্ধার কাজ চালানোর সময় অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।
সোহানী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন গণমাধ্যমে শহীনাকে বাঁচানোর শ্বাসরুদ্ধকর ঘটনা প্রচারিত হচ্ছিল।
এরপর তিনি পাবনা থেকে ছুটে যান সাভারে।

সেখানে গিয়ে শাহীনার পরিবারের সঙ্গে তার দেখা হয়।
সোহানী বলেন, “এক সময় জানতে পারলাম শাহীনা আর নেই। আমি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি।
“তারা আমাকে জানান, শাহীনার দেড় বছর বয়সের এক ছেলে রয়েছে, যার খরচ শাহীনাই বহন করতেন। এখন শিশুটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল।


সোহানী হোসেন বলেন, “শিশুটি কর্মক্ষম না হওয়া পর্যন্ত তার সকল খরচ ইউনিভার্সাল ফুড লিমিটেড বহন করবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।