আমাদের কথা খুঁজে নিন

   

শাহীনার দেড় বছরের বাচ্চা দত্তক প্রসঙ্গে

জীবনটা যদি ভুলের ভুলেই কেটে যেত তবে মন্দ হতো না !!!! আমারা সবাই শাহীনাকে তো চিনি, যদি না চিনে থাকি তবে আমার পোস্টটি একটু দেখবেন View this link : শুনছো, শাহীনার নাকি একটা ছেলে আছে। দেড় বছরের! : সত্যি! চলো না আমরা দত্তক নেই! : তা তো নিবোই। কিন্তু শুনলাম, অলরেডি আরো কয়েকজন কাপল এই বাচ্চাকে দত্তক নেবার জন্য বসে আছেন। : ও। ভদ্রমহিলা খানিকটা দমে গেলেন মনে হলো।

কারন তিনি খুব অল্প সময়েই মনে মনে একটা স্বপ্ন দেখে ফেলেছিলেন; শাহীনার ছেলেটি যখন অনেক বড় হবে, তখন সে তাকে সবকিছু খুলে বলবেন। বলবেন তার মার কথা। তার মা নিজে উপার্জন করতেন এবং তিনি যে একজন অসামান্য লড়াকু ছিলেন, ৫ দিন ধ্বংসস্তুপের নীচে একা একা লড়াই করে টিকে ছিলেন, এসব গল্প শাহীনার ছেলেকে তিনি বলবেন। কিন্তু ছেলেটাকে যদি অন্য কোন দম্পতি নিয়ে নেন, তাহলে তো আর সেটা হবে না। এই কারনে তার মন খারাপ।

উপরে যে ঘটনাটি বল্লাম, সেটা কাল্পনিক, আমার মস্তিস্ক প্রসূত। কিন্তু এরপর যা বলবো, সেগুলো কাল্পনিক নয়। Dear Proloy Hasan, From your status I have come to know that one couple is interested to adopt the baby boy of Shahana. Me and my wife also have the same interest. We have no children and we are actively seeking to adopt a child. I would be grateful if you kindly let me know if you have any information. Thank you. একটু আগে এই ম্যাসেজটি পেলাম আমার বন্ধু তালিকায় থাকা একজন ভদ্র লোকের কাছ থেকে। আজ দুপরে শাহীনার শিশু সন্তানকে দত্তক নিতে আগ্রহী এক দম্পতির কথা জানিয়ে স্ট্যাটাস দেবার পর থেকে আগ্রহী আরো কয়েকজোড়া দম্পতিদের কাছ থেকে এমন একটার পর একটা ম্যাসেজ পাচ্ছি। তারা আমাকে অনুরোধ করছেন, বাচ্চাটার কোন খোজঁ পেলে তাদেরকে যেন জানানো হয়।

আমি তাদের কথা দিয়েছি, জানাবো। আরেকজন অনুরোধ করলেন, শুধু শাহীনা না, আমি যদি সাভার ভিকটিমদের মধ্যে আরো কারো খোজঁ পাই যারা সন্তান রেখে মারা গেছেন, তাহলে তাদের যেন আমি অবশ্যই জানাই। শাহীনার একটাই বাচ্চা। তাকে একটা দম্পতিই নিতে পারবেন। বাকীদের হয়তো অন্য কোন এতিম বাচ্চা খুজতেঁ হবে দত্তকের জন্য।

কেন যেন মনে হলো, শাহীনা যদি বেচেঁ থেকে এই দৃশ্য দেখে যেতে পারতেন, তবে হয়তো আফসোস করতেন তার কেন অনেকগুলো বাচ্চা হলো না, যাতে এই দম্পতিদের কাউকেই হতাশ না হতে হয়। প্রতিটি ম্যাসেজ পড়ি, আর আমার চোখ ভিজে ওঠে! এদের অনুরোধ পাবার পর আমি বিশ্বাস করতে শুরু করেছি, যে দেশে এই দম্পত্তিদের মতো দয়াদ্র মানুষ আছেন, সে দেশের শিশু সন্তানেরা কখনো পিতামাতার পরিচয়হীন বড় হতে পারে না। যে দেশে এমন মমতাময়ী বাবা-মা আছেন, [হ্যাঁ, আমি তাদের বাবা-মা বলবো, তাদের কোন সন্তান না থাকতে পারে, কিন্তু তবু তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা-মা] সে দেশের কোন সন্তান পিতার স্নেহ আর মায়ের আদর থেকে বঞ্চিত হতে পারে না। আমাদের কোন প্রয়োজন নেই অর্থব সরকারের, আমাদের দরকার নেই কুলাঙ্গার রাজনীতিবিদদের, আমাদের দরকার শুধু এমন অপরিসীম মমতাময়ী মা-বাবার, যারা ছুটে আসবেন পিতৃমাতৃহীন কোন শিশুকে বুকে আগলে রেখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। যেসব দম্পতি দত্তক নেবার আগ্রহ প্রকাশ করেছেন, হৃদয়ের গভীর থেকে আমি তাদের স্যালুট জানাচ্ছি।

স্যালুট আপনাদের। আমি সৃষ্টিকর্তার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, আপনাদের মতো মমতাময়ী মানুষ যে সন্তানটিকে মানুষ করার দায়িত্ব নিবে, স্রষ্টা তাকে এত বড় করুক যেন পৃথিবীর প্রতিটা মানুষকে তার জন্মের ইতিহাস পড়তে হয় একদিন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।