আমাদের কথা খুঁজে নিন

   

পেট্রোল বোমায় দগ্ধ শাহীনার যন্ত্রণার অবসান মৃত্যুতে

বিরোধী জোটের অবরোধে গত শুক্রবার রাজধানীর পরীবাগে বাসে ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ এই নারী বুধবার মারা গেছেন। আগুনে তার দেহের ৬৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতে হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শাহীনা মারা যান।

৪০ বছর বয়সী এই নারী বীমা কোম্পানি অ্যালিকোতে চাকরি করতেন, থাকতেন স্বামীর সঙ্গে এয়ারফোর্স স্টাফ কোয়ার্টারে। তার বাড়ি যশোরে।

গত শুক্রবার সকালে রাজধানীর পরীবাগে রূপসী বাংলা হোটেলের সামনে তিন নম্বর পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা।

ওই বাসটিতে যাত্রী হয়ে উঠেছিলেন শাহীনা। তার সঙ্গে দগ্ধ হন আরেক যাত্রী ফরিদ মিয়া এবং বাসের চালক  মো. বাবুল।

বার্ন ইউনিটের চিকিৎসক মো. বোরহান উদ্দিন জানান, ফরিদ মিয়ার দেহের ৪৮ শতাংশ এবং বাবুলের ৮ শতাংশ আগুনে পুড়েছে।

শাহীনাকে নিয়ে হরতাল-অবরোধের মধ্যে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে আসা অন্তত ২৫ জনের মৃত্যু হলো।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.