আমাদের কথা খুঁজে নিন

   

আপনার নাকি বহুত ক্ষমতা.....?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি...

আপনার নাকি বহুত ক্ষমতা.....? দুঃখিত কথাটা আমি বলিনি, বলে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা। তারা বলে জনগন নাকি রাষ্ট্রের গনতন্ত্রের ক্ষমতার উৎস। আমাদের ক্ষমতা নিয়ে তারা ব্যাপক চিন্তিত ও বিচলিত। তাইতো আপনার, আমার বহুত ক্ষমতা.....? কিন্তু কিভাবে.... আপনি ও আমি একদিনের জন্য গনতন্ত্রের রাজা হই আর এই সুযোগে আমদের ক্ষমতার বাহার দেখাই..... আপনার, আমার একটি ভোটের ক্ষমতায় ৫বছরের জন্য কি বিপ্লব ঘটতে পারে আসুন একবার দেখি.. ১. ৫বছরের জন্য একজন এমপি নির্বাচিত হন... ২. ৫বছরের জন্য একটি সরকার গঠিত হয়... ৩. ৫বছরের জন্য একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন... ৪. ৫বছরের জন্য রাস্ট্রপতি নির্বাচিত হন... ৫. সকল বিশ্ববিদ্যালয়ের দলীয় বিবেচনায় ভিসি নির্বাচিত হন... ৬. কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ও হল দখল চলে যায় নির্বাচিত সরকার দলীয় সমর্থকদের কাছে... ৭. সরকারী মন্ত্রানালয় ও সরকারী ব্যাংক চলে যায় নির্বাচিত সরকার দলীয় সিবিএ সমর্থকদের কাছে... ৮. ট্রাক, বাস স্ট্যান্ড গুলির দখল চলে নির্বাচিত সরকার দলীয় সমর্থকদের কাছে... ৯. বিরোধীদের প্রতি নির্যাতন ও ব্যাপক চাঁদাবাজি চলে নির্বাচিত সরকার দলীয় গুন্ডাদের কাছে... ১০. দেশের স্কুল গুলির নিয়ন্ত্রন চলে যায় সরকার দলীয় সমর্থকদের কাছে... ১১. পুলিশ সরকার বিরোধীদের উপর নির্যাতন চালায় নির্বাচিত সরকার দলীয় সমর্থকদের ইশারায়... ১২. ভর্তি বানিজ্য চলে যায় সরকার দলীয় মদদ পুস্ট ও সমর্থকদের কাছে... ১৩. ব্যবসায়ী, এমপিরা ব্যাপক সম্পদের মালিক হন.... ১৪. সর্বোপরি নতুন উদ্দ্যোমে ঘুষ,দুর্নীতি মহোৎসব শুরু হয়ে যায়.... ইত্যাদি ইত্যাদি ...... আমি ও আপনিতো একদিনের গনতন্ত্রের রাজা হয়ে এতো ক্ষমতা দেখাতে পারি তাহলে তারা কেন কম ক্ষমতা দেখাবেন। যাই ভোটে বিপ্লব ঘটানোর পর আপনার ও আমার পরবর্তী অবস্থা আশা করি নিন্মরূপ হয়..... এক ব্যক্তি পুলিশের কাছে গিয়েছে নালিশ করতে যে গতরাতে এক চোর এসে তার ঘরের সব চুরি করে নিয়ে গিয়েছে। তাদের দুজনের কথা নিন্মরূপ..... পুলিশঃ বলুন কি ঘটেছে আপনার ঘরে গতকাল রাতে....? গৃহকর্তাঃ আমি দেখলাম একটি চোর আমার ঘরে সিধঁ কেটে ঢুকছে.. পুলিশঃ বলেন কি!! আপনি চোরকে ঢুকতে দেখেছেন...? গৃহকর্তাঃ হ্যা, কি আর বলছি আপনাকে... পুলিশঃ তারপর!! গৃহকর্তাঃ চোরটা আমার ঘরে ঢুকে প্রথমে আমার আলমারিটা ভাংলো... পুলিশঃ বলেন কি!! আপনি তখন কি করছিলেন... গৃহকর্তাঃ আরে মশাই আমি তখন দেখছিলাম,দেখি না কি হয়... পুলিশঃ আচ্ছা....!! তারপর বলুন আলমারিটা ভাংলো... গৃহকর্তাঃ আলমারিটা ভেংগে চোরটা আমার বউয়ের গয়না ও কিছু নগদ টাকা ছিল সেই গুলি নিল.. পুলিশঃ বলেন কি!! আপনি তখন কি করছিলেন.... গৃহকর্তাঃ আমি তখনও শুয়ে শুয়ে দেখছিলাম,দেখি না কি হয়... পুলিশঃ আচ্ছা....!! তারপর বলুন গৃহকর্তাঃ তারপর...চোরটা আমার বউয়ের গয়না গুলি একটি পুটলিতে বাধঁলো.... পুলিশঃ সর্বনাশ বলেন কি!! আপনি তখন কি করছিলেন.... গৃহকর্তাঃ আমি তখনও শুয়ে শুয়ে দেখছিলাম,দেখি না কি হয়... পুলিশঃ আচ্ছা....!! তারপর বলুন গৃহকর্তাঃ তারপর...চোরটা আমার বউয়ের গয়না, টাকা নিয়ে টেবিলে রাখা আমার হাত ঘড়ি ও মোবাইলটা নিলো.... পুলিশঃ বলেন কি!! আপনি তখন কি করছিলেন.... গৃহকর্তাঃ আমি তখনও শুয়ে শুয়ে দেখছিলাম, দেখি না শেষ পর্যন্ত চোর ব্যটা কি করে... পুলিশঃ হুম!!আচ্ছা....!! তারপর বলুন গৃহকর্তাঃ তারপর...চোরটা ধীরে ধীরে যেখান দিয়ে আসছিলো সেই সিঁধ কাটা দিয়ে বেরিয়ে গেল.... পুলিশঃ আচ্ছা....!! তারপর গৃহকর্তাঃ তারপরতো সকাল বেলায় আপনার কাছে চোর ব্যাটাকে ধরার জন্য এলাম...প্লিজ চোরটা কে ধরে দিন না... পুলিশঃ সব কিছুতো আপনিই দেখেছেন..আমার কিছু করার নাই...আপনি আপনার সর্বানাশ দেখতেই থাকুন...ন...ন। আসুন আমি ও আমরা জনগনও দেখতেই থাকি আমাদেরই সর্বনাশ..... ধন্যবাদ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.